1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াসলাত হজরত-নাজিমি

৩০ জুন ২০১৭

মাত্র চার বছর বয়সে ওয়াসলাত হজরত-নাজিমি উদ্বাস্তু হিসেবে জার্মানিতে আসেন৷ তাঁর জীবন আফগান এবং জার্মান সংস্কৃতি দ্বারা প্রভাবিত৷ উভয় দেশকেই তিনি নিজের মনে করেন৷

https://p.dw.com/p/2ffqn

২০১০ সালে তাঁর এই অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে ডয়চে ভেলেতে যোগ দেন৷ এখন তিনি ডয়চে ভেলের দারি, পশতু ও জার্মান ভাষা এবং ইংরেজির সম্পাদকীয় বিভাগে কাজ করেন৷ সোশ্যাল মিডিয়া ডেস্কেও অবদান রাখছেন৷ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যই আফগানিস্তানে বাস করেন৷ সাম্প্রতিক সময়ে আফগান উদ্বাস্তুদের নিয়ে সৃষ্ট রাজনৈতিক ব্যবস্থা তাঁকে নতুন করে কর্মে উদ্দীপ্ত করে৷ সম্পতি তিনি ‘টকফরইউ’ নামে একটি অনলাইন টকশো শুরু করেছেন৷ ডব্লিউডিআরের সহায়তায় এই অনুষ্ঠানে উদ্বাস্তুরা তাঁদের জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন৷ জীবনের অভিজ্ঞতা তাঁকে অনেক জটিল বিষয় বড় প্রেক্ষাপটে দেখতে শিখিয়েছে৷ আর ডয়চে ভেলে তাঁকে তাঁর সেই প্রেরণা এবং পরিপ্রেক্ষিত দিয়ে অন্যকে সাহায্য করতে শিখিয়েছে৷