1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ানডের ১২ হাজারি ক্লাবে পন্টিং

৩ অক্টোবর ২০০৯

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক রিকি পন্টিং ওয়ানডেতে ১২ হাজার রানের মাইল ফলক পার হয়েছেন৷ শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই অভিজাত ক্লাবের সদস্য হন তিনি৷

https://p.dw.com/p/JxAr
অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং (ফাইল ফটো)ছবি: AP

এর আগে ওয়ানডে ক্রিকেটে মাত্র দুইজন এই মাইলফলক পার হয়েছেন৷ প্রথমে রয়েছেন ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার যিনি এখন অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে৷ কারণ তার রান সংখ্যা ১৬৯০৩৷ এর পরে রয়েছেন শ্রীলংকার ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়া, তার রান ১৩২৭৭৷ দুইজনই এখনও ক্রিকেট খেলছেন তাই তাদের ধরাটা এত সহজ হবে না পন্টিংএর জন্য৷

শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুর্দান্ত ১১১ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক৷ এই রান করতে গিয়ে ওয়ানডে ক্রিকেটের ১২ হাজারি ক্লাবের সদস্য হন তিনি৷ ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় জানিয়েছেন এই খবরটি তিনি আগে থেকে জানতেন না৷ খেলা শুরুর আগে সহ খেলোয়াড় ডেভ হাসি তাকে এই খবরটি জানান৷ পন্টিং বলেন, এখন এই অর্জনটি হয়তো খুব বেশি মনে হচ্ছে না তবে যখন আর খেলবো না তখন হয়তো এটির দিকে বার বার তাকাবো৷ তিনি বলেন পরিসংখ্যানের দিকে তাকিয়ে কখনোই তিনি খেলেন না৷ দলের প্রয়োজন তাই যতটুকু সম্ভব করার চেষ্টা করেন৷

Sachin Tendulkar
ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

যদিও শীর্ষে থাকা টেন্ডুলকার অনেক এগিয়ে তবু তার প্রশংসা করতে ভুললেন না পন্টিং৷ দীর্ঘ ২০ বছর ধরে ক্রিকেট খেলে আসছেন শচীন টেন্ডুলকার৷ তার এই সামর্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক মজা করে বললেন, ‘আমি যদি ২০ বছর ধরে ক্রিকেট খেলে যাই তাহলে হয়তো আমাকে হুইল চেয়ারে বসে ব্যাটিং করতে হবে৷ টেন্ডুলকার এমন একজন খেলোয়াড় যিনি আমাদের সামনে সবসময় একটি মাইলফলক দাড় করিয়ে দেন এবং আমরা সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি৷ তার রেকর্ডের দিকে যদি তাকান তাহলে সেটি অবিশ্বাস্য মনে হয়৷'

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার