1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ চুক্তির পথে জাতিসংঘ

১১ মে ২০১৮

নতুন পরিবেশ আইন প্রণয়নে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তবে এর বিরোধিতাও করেছে কোনো কোনো দেশ, যার মধ্যে ছিল দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়া৷

https://p.dw.com/p/2xWHE
China Lianyungang Smog Luftverschmutzung
ছবি: Getty Images/VCG

বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে এই চুক্তির কাঠামো অনুমোদিত হয়৷ গত সেপ্টেম্বরে চুক্তি করার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ উদ্যোগ নিয়েছিলেন৷

সিদ্ধান্ত অনুযায়ী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করবেন, যারা বিদ্যমান আন্তর্জাতিকপরিবেশ আইনের ফাঁকগুলো বের করবে, এবং সেগুলো সংস্কার করবে৷ আগামী সেপ্টেম্বরে গ্রুপটি সাধারণ অধিবেশনে তাদের সুপারিশ পেশ করবে৷

জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন জানিয়েছে যে, পরিবেশ সংক্রান্ত যত আন্তর্জাতিক আইন আছে, সবগুলো থেকে সবদেশকে একটি বৈধ দলিলের মাধ্যমে বাধ্যবাধকতার আওতায় আনার এটাই প্রথম উদ্যোগ৷

‘‘নিজ নিজ ভূমিতে পরিবেশ সংক্রান্ত আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে দেশগুলোর জন্য এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে৷'' মিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়৷

ভোটের আগে জাতিসংঘে ফ্রান্সের দূত ফ্রঁসোয়া দলাত্রে অধিবেশন দেয়া বক্তব্যে বলেন, ‘‘বৈশ্বিক উষ্ণতা, পানি ও বায়ু দূষণএবং জীব বৈচিত্র্য ও মাটির ওপর বিরূপ প্রভাবের কারণে পরিবেশের গুণমানের অবনতির কারণে হাজারো মানুষ মারা যাচ্ছেন৷''

‘‘আমরা যদি সঠিক পরিকল্পনা নিয়ে এর প্রতিকার না করি, তাহলে এর ফল হবে ভয়াবহ৷ ধ্বংস হবে প্রাকৃতিক সম্পদ, অভিবাসন বাড়বে এবং সেই সঙ্গে বাড়বে সংঘাত৷''

জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশ এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে৷ বিশ্বের সবচেয়ে বেশি দূষণসৃষ্টিকারী দেশ দু‘টোর মধ্যে চীন এর পক্ষে ভোট দিয়েছে৷ যুক্তরাষ্ট্র দিয়েছে বিপক্ষে৷

যুক্তরাষ্ট্রছাড়াও রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ফিলিপিন্স এর বিরোধিতা করেছে৷ ভোট দেয়া থেকে বিরত থেকেছে ইরানসহ সাতটি দেশ৷

গত জুনে প্যারিস চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেবার ঘোষণা দেয়া ট্রাম্পের যুক্তরাষ্ট্র যে এখানেও বিরোধিতা করবে তা জানাই ছিল৷

যুক্তরাষ্ট্রের দূত নিক্কি হ্যালি একে ‘অস্পষ্ট চুক্তি' হিসেবে উল্লেখ করেন৷

জেডএ/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য