1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে

৪ মে ২০১১

সকলের ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশের দৈনিক পত্রিকার সম্পাদকরা৷ তারা বলেছেন, বিরোধী দলের মতামত ছাড়া সংবিধান সংশোধন হলে তা প্রশ্নবিদ্ধ হবে৷

https://p.dw.com/p/118wm
সম্পাদকরা মনে করেন, এখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সময় আসেনিছবি: DW/Harun Ur Rashid Swapan

আর তারা মনে করেন, এখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সময় আসেনি৷ প্রথম আলো দৈনিকের সম্পাদক মতিউর রহমান বলেন, প্রধান বিরোধী দল সংবিধান সংশোধনে এখনো যুক্ত হয়নি৷ তাদের যুক্ত করা প্রয়োজন, নয়তো প্রশ্ন থেকে যাবে৷

নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মনে করেন, এত তাড়াহুড়ো করার কিছু নেই৷ একটি কমিশন করে সব শ্রেণীর নাগরিকদের মতামত নিয়ে তবে সংবিধান সংশোধন করা উচিত৷

নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, সংবিধান এমন হওয়া উচিত যাতে সব শ্রেণীর মানুষের সমান অধিকার থাকে৷

আর আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এই সংসদ ভেঙে দিয়ে সংবিধান সংশোধনে গণপরিষদ গঠন করা প্রয়োজন৷

সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতান্ত্রিক নয়৷ কিন্তু বিশেষ পরিস্থিতিতে এই ব্যবস্থা এসেছে৷ তবে এখনো তা বাতিলের সময় আসেনি৷ আর বাতিল করতে হলে তা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে৷

সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমটির প্রধান সাজেদা চৌধুরীর নেতৃত্বে সদস্যরা সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করেন৷ বৈঠক শেষে কমিটি সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন, বিরোধী দলের মতামত দেয়ার এখনো সুযোগ আছে৷ তারা সংসদে বিল উত্থাপনের সময় মতামত দিতে পারবেন৷ তোফায়েল আহমেদ বলেন, নতুন করে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ বা গণভোটের প্রয়োজন হয়৷ সংশোধনের জন্য নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক