1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভর্তি পরীক্ষা

১৫ আগস্ট ২০১২

ভর্তি পরীক্ষা না নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করে এ বছর মেডিকেল কলেজগুলোর জন্য শিক্ষার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এ নিয়ে এখন চলছে অচলাবস্থা৷ শিক্ষার্থীরা নেমেছে রাস্তায়৷ আদালতে হয়েছে রিট৷

https://p.dw.com/p/15pVG
ছবি: DW

ভর্তি পরীক্ষা না নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করে এ বছর মেডিকেল কলেজগুলোর জন্য শিক্ষার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এ নিয়ে এখন চলছে অচলাবস্থা৷ শিক্ষার্থীরা নেমেছে রাস্তায়৷ আদালতে হয়েছে রিট৷

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, সরকার হঠাৎ করেই সিদ্ধান্তটা নেয়ায় বিপদে পড়েছে শিক্ষার্থীরা৷ কারণ তারা এতদিন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে৷ এখন এই সিদ্ধান্তে তারা বিরাট হোঁচট খেয়েছে৷ তিনি বলেন, ‘‘সিদ্ধান্তটা ছিল ‘অনাকাঙ্খিত'৷ অনেক আগে থেকেই বিষয়টা জানানো উচিত ছিল৷''

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য মনে করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সব বিষয় নিয়ে৷ আর ভর্তি পরীক্ষাটা হয় সাধারণত নির্দিষ্ট বিষয়ের উপর৷ অর্থাৎ এটা আরও ‘ফোকাস্ড'৷ এছাড়া সরকার মনে করলেও আসলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার উপর জনগণের পুরোপুরি বিশ্বাস নেই৷ কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেই সমস্যাটা নেই৷ এর উপর সবার আস্থা রয়েছে৷ এটা একেবারে নিখুঁত এবং এর মাধ্যমে প্রকৃত মেধাবী নির্বাচন সম্ভব বলে মনে করে সবাই৷

ফায়েজ বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং সেন্টারগুলো ইতিমধ্যেই অনেক বাণিজ্য করে ফেলেছে৷ তাই সিদ্ধান্তটা আগামী বছর নিলে ভালো হতো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য