1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান গেমসে যোগ দিতে পান্ডার দল কুয়াং চৌর পথে

২৯ অক্টোবর ২০১০

চীনের কুয়াং চৌ শহরকে কেউ কেউ বলেন গুয়াংজু৷ সেই শহরেই আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১৬তম এশিয়ান গেমস৷ এবারের এই গেমসে যোগ দিতে ৬টি পাণ্ডা কুয়াং চৌর পথে!

https://p.dw.com/p/PsvO
চীনের কুয়াং চৌ শহরে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস

পাণ্ডা যাচ্ছে এশিয়ান গেমসে যোগ দিতে, খেলোয়াড়রা নয়? ভ্রূ কুঞ্চিত করে এই প্রশ্ন যদি কেউ করেন তাহলে তার উত্তর হবে, খেলোয়াড়রাও যাচ্ছেন৷ আর এ জন্য প্রস্তুতিও চলছে জোর কদমে৷ যেমনটা হচ্ছে বাংলাদেশের বেলায়৷ অলিম্পিক গেমস-এর দিল্লি আসর থেকে ফিরে এসে আর অবকাশে যাননি খেলোয়াড়রা৷ সরাসরি তারা যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পে৷

এশিয়ান গেমস এবারের আসরে বাংলাদেশের ক্রীড়াবিদরা অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, কারাটে, তায়কোয়ান্দো, বক্সিং, কাবাডি, আরচারি, শ্যুটিং, সাঁতার, ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, উশু, দাবা ও বিলিয়ার্ডসহ ১৬টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন৷

শুরুতেই বলেছিলাম পাণ্ডার কথা৷ চীনের পাণ্ডা হচ্ছে লাল তালিকাভুক্ত প্রাণী৷ সেই প্রাণীটিই দেখতে চান অনেকে৷ এশিয়ান গেমসে যারা আসবেন তারাও এ ব্যাপারে উৎসাহী বলে পাণ্ডা সংরক্ষণ কেন্দ্র থেকে কুয়াং চৌয়ের ফান ইউসিয়াং চিয়াং চিড়িয়াখানায় আনা হচ্ছে ৬টি পাণ্ডাকে৷ তারা গেমস চলাকালে সেখানেই থাকবে৷

এদিকে, এশিয়ান গেমসের খেলোয়াড় এবং কর্মকর্তাদের থাকাবার জন্য হোটেলগুলোর সকল প্রস্তুতি সম্পন্ন বলে খবর৷ আর এই গেমস চলাকালে ব্যাপক সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করছে চীন, এখন চলছে সেই অনুষ্ঠানমালার প্রস্তুতিমূলক কাজ৷ সেই শহরটিকে সাজানো হয়েছে অন্যরকম করে৷

১৬তম এশিয়ান গেমসের আসরে ৪৫টি দেশের ১৪ হাজারেরও বেশি ক্রীড়াবিদ ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করবে৷ যা এশিয়ান গেমসের ইতিহাসে সর্বোচ্চ৷ এছাড়া এর সাথে সম্পৃক্ত থাকবে সারা বিশ্বের কোটি কোটি টেলিভিশন দর্শক৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক