1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান-অ্যামেরিকানদের বিরুদ্ধে হেট ক্রাইম রুখতে বিল পাস

১৯ মে ২০২১

করোনাকালে অ্যামেরিকায় আক্রান্ত হয়েছেন প্রচুর এশিয়ান-অ্যামেরিকান। এই অপরাধ রুখতে বিল পাস মার্কিন কংগ্রেসে।

https://p.dw.com/p/3taHj
হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিলটি বিপুল ভোটে পাস হয়েছে। ছবি: RS/MPI/Capital Pictures/picture alliance

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাস করল মার্কিন কংগ্রেস। এশিয়ান-অ্যামেরিকানদের বিরুদ্ধে হেট ক্রাইম বন্ধ করার জন্য বিল পাস হলো। বিলে এশিয়ান অ্যামেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের(এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধ করার লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ''এএপিআই-দের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য বার্তা দেয়া জরুরি।'' তার মতে, ''বিলে যে পদক্ষেপের কথা বলা হয়েছে, তা অ্যামেরিকায় হেট ক্রাইম কমাতে সাহায্য করবে।''

বিলে কী আছে

এই বিলে হেট ক্রাইমের রিভিউ দ্রুত করার কথা বলা হয়েছে। সে জন্য জাস্টিস বিভাগ রাজ্য সরকারগুলিকে উপযুক্ত অর্থসাহায্য করবে। তারা নীতিও বেঁধে দেবে। কীভাবে হেট ক্রাইমের বিরুদ্ধে লড়াই করা হবে, সেই নীতিও তারা ঠিক করে দেবে। হেট ক্রাইম নিয়ে মানুষের চেতনা বাড়াতে প্রচারও করা হবে। আইনের নাম দেয়া হয়েছে, কোভিড ১৯ হেট ক্রাইম অ্যাক্ট।

হাউসে বিলটি ৩৬৪-৬২ ভোটে পাস হয়েছে। গত এপ্রিলে সেনেটে তা কার্যত মতৈক্যের ভিত্তিতে পাস হয়েছিল।

বাইডেন চান

হোয়াইট হাউসের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বাইডেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলটি আইনে পরিণত করতে সই করার জন্য অপেক্ষা করছেন। এই সপ্তাহের শেষেই আইন চালু হয়ে যাবে।

যিনি এই বিলটি আনার জন্য প্রধাীন ভূমিকা নিয়েছিলেন, সেই হাউস সদস্য গ্রেস মেং বলেছেন, ''এশিয়ান অ্যামেরিকানরা সাহায্য চাইছিল। হাউস, সেনেট ও প্রেসিডেন্ট বাইডেন সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।''

পেলোসি জানিয়েছেন, ''২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপি্আই-দের বিরুদ্ধে ছয় হাজার ৬০০ হেট ক্রাইম হয়েছে।''

ফেব্রুয়ারিতে একজন ৮৪ বছর বয়সীকে সান ফ্রানসিস্কোতে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়। মার্চে জর্জিয়াতে ম্যাসাজ পার্লারে গুলি করে ছয় এশীয় নারীকে হত্যা করা হয়। পেলোসি বলেছেন, ''করোনার মধ্যে এএপিআই-রা বীরের মতো কাজ করছেন। সেই পরিপ্রেক্ষিতে এই সব ঘটনা আরো বেশি লজ্জাজনক।''

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। তারপরই অ্যামেরিকায় করোনা যত বেড়েছে, ততই বেড়েছে এশিয়ান-অ্যামেরিকানদের উপর আক্রমণ।

জিএইচ/এসজি(এপি, এএফপি)