1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিডাব্লিউ টিভির বিশেষ আয়োজন

২৯ জানুয়ারি ২০১৯

এশিয়া ও আফ্রিকার দর্শকদের জন্য ডয়চে ভেলে টিভি সংবাদভিত্তিক বিশেষ অনুষ্ঠান চালু করেছে৷ ইংরেজি ভাষায় প্রচারিত এই অনুষ্ঠানগুলোকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে৷ যুক্ত হয়েছে নতুন মুখ৷

https://p.dw.com/p/3CMXa
Hongkong, Skyline
ছবি: picture-alliance/J.Schwenkenbecher

সোমবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে নতুন এই সম্প্রচার৷ সোম থেকে শুক্রবার ‘ডিডাব্লিউ নিউজ এশিয়া' ও ‘ডিডাব্লিউ নিউজ আফ্রিকা' নামের দু'টি নিউজ শো শুরু হয়েছে৷ দুই মহাদেশে ডিডাব্লিউ সাংবাদিকদের শক্তিশালী নেটওয়ার্ক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে গুরুত্ব দেয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমটির বৈচিত্র্য আরো বাড়বে বলে মনে করা হচ্ছে৷

‘‘ডিডাব্লিউ নিউজ আফ্রিকা ও ডিডাব্লিউ নিউজ এশিয়া নিয়ে আমি রীতিমতো উচ্ছ্বসিত'', বলেন ডিডাব্লিউর বার্তা প্রধান রিচার্ড ওয়াকার৷ ‘‘এগুলো টিভি শো-র চেয়েও বেশি কিছু৷ এগুলোর মাধ্যমে আমরা এই দু'টি গুরুত্বপূর্ণ মহাদেশে আমাদের দর্শক ও ডিজিটাল গ্রাহকদের আরো কাছে পৌঁছাতে পারব৷ শো দু'টো  ডিডাব্লিউর বিশ্বাসযোগ্য সাংবাদিকতার মান বজায় রাখবে এবং নতুন নতুন উপায়ে তথ্য উপস্থাপন করবে৷''

ডিডাব্লিউ ইংরেজি টিভি চ্যানেলে সচরাচর যাঁরা সংবাদ পড়েন, সেই পরিচিত মুখগুলো থাকছে না এই শো-গুলোতে৷ সেখানেও আসছে পরিবর্তন৷ যেমন, আফ্রিকার শো'টিতে খবর উপস্থাপন করবেন সিএনবিসি আফ্রিকা থেকে ডয়চে ভেলেতে যোগ দেয়া ক্রিস্টিন মুন্দোয়া ও ঘানা থেকে আসা সাংবাদিক এডি মিকাহ জুনিয়র৷

DW News Asia with Biresh Banerjee - December 1, 2023

বীরেশ ব্যানার্জি ও মেলিসা চ্যান ডিডাব্লিউ এশিয়ার খবর উপস্থাপন করবেন৷ চ্যান কাজ করেছেন দ্য নিউ ইয়র্ক টাইমসে৷ আর বীরেশ কাজ করেছেন দ্য পায়োনিয়ার, টিভি টুডে নেটওয়ার্ক ও নিউজএক্স-এ৷

এছাড়াও ‘বিজনেস এশিয়া' ও ‘নিউ আফ্রিকা' নামে দু'টি শো-র পাশাপাশি সংস্কৃতি ও পরিবেশ নিয়ে নতুন দু'টি শো-ও চালু করা হয়েছে৷

‘ইকো ইন্ডিয়া' এর একটি৷ এটি একটি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন শো৷ ডিডাব্লিউ-র ভারতীয় কনটেন্ট পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ প্লাটফর্ম স্ক্রল-এর সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানটি তৈরি করা হচ্ছে৷ এর উপস্থাপনায় থাকছেন মুম্বাইভিত্তিক ভারতীয় সাংবাদিক সানুতা রঘু৷

এছাড়া সোম থেকে শুক্রবার একটি ১৩ মিনিটের শিল্প ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘আর্ট অ্যান্ড কালচার' শুরু হয়েছে৷

কোর্টনি টেনজ/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য