1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলপিজির দাম আবার বাড়ল এমাসে

৭ সেপ্টেম্বর ২০২২

রান্না ও গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম মাঝে এক মাস কমার পর আবার বাড়ল সেপ্টেম্বরে৷ বুধবার থেকেই এলপিজির নতুন মূল্যহার কার্যকর হবে৷

https://p.dw.com/p/4GV65
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম পড়বে মূসকসহ ১০২ টাকা ৮৮ পয়সা, যা আগের মাস অগাস্টের চেয়ে ১ টাকা ১৬ পয়সা বেশি ৷

আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির জন্য  ১০১ টাকা ৬২ পয়সা খরচ করতে হয়েছিল ৷ জুলাইয়ের চেয়ে কেজিতে প্রায় ৩ টাকা কমিয়ে ওই দাম ঠিক করা হয়েছিল আগস্টের জন্য৷

কমিশনের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক বুধবার সেপ্টেম্বরের জন্য পরিবর্তিত মূল্য ঘোষণা করে বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কিছুটা কমলেও ডলারের বিনিময় হার বেশি থাকায় বাংলাদেশের ক্রেতাদের সেই সুফল দেওয়া যাচ্ছে না৷

নতুন মূল্য হার অনুযায়ী, সাড়ে ৫ কেজি ওজনের এক সিলিন্ডার গ্যাসের দাম ৫৬৬ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৩৫ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৮৬ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫৪৪ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৬৪৬ টাকা হবে ৷

এছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮৫২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৫৮ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৬৪ টাকা, ২৫ কেজির সিলিন্ডারের দাম ২৫৭১ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩০৮৬ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৩৩৯৬ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৩৬০০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৪৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে ৷

সেপ্টেম্বরে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৫৫ পয়সা৷ বুধবার থেকেই এলপিজির নতুন মূল্যহার কার্যকর হবে বলে বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য