1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলপি কভার যখন শিল্পকর্ম হয়ে ওঠে

১৯ মে ২০১৭

ইটালির আর্ট হিস্টোরিয়ান ফ্রাঞ্চেস্কো স্পাম্পিনাতোর নতুন বইটির বিষয় হলো প্রখ্যাত শিল্পীদের আঁকা এলপি কভার – যেমন অ্যান্ডি ওয়ারহল কিংবা সালভাডোর ডালি৷

https://p.dw.com/p/2dD7H
LP "Deep Purple in Rock" in Plattenregal
ছবি: picture-alliance/Daniel Kalker

শিল্পীর ক্যানভাস নয়, লং প্লেয়িং রেকর্ডের কভার – কিন্তু সেই কভারের ছবিটি যদি কোনো নামকরা শিল্পীর আঁকা হয়, তাহলে সেই এলপি কভারই একটা শিল্পকর্ম হয়ে উঠতে পারে৷ যেমন ভেলভেট আন্ডারগ্রাউন্ড সংগীতগোষ্ঠীর একটি অ্যালবামের জন্য মার্কিন পপ শিল্পী অ্যান্ডি ওয়ারহল-এর ডিজাইন করা কভার৷

আর্ট হিস্টোরিয়ান ফ্রাঞ্চেস্কো স্পাম্পিনাতো বলেন, ‘‘এটা সম্ভবত একজন শিল্পীর আঁকা অ্যালবাম কভারগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত কভার৷ প্রথম যে অ্যালবাম কভারগুলির ওপর গায়ক অথবা সংগীত গোষ্ঠীর ছবি বা প্রতিকৃতি ছিল না, সেগুলির মধ্যেও এই কভারটি অন্যতম৷ দেখাচ্ছে একটি রোজকারের জিনিস, একটি কলার ছবি৷’’

ফ্রাঞ্চেস্কো স্পামপিনাতো জাতিতে ইটালীয় এবং পেশায় শিল্পকলার ইতিহাসবিদ৷ এছাড়া তিনি অ্যালবাম কভারের সংগ্রাহক এবং সম্প্রতি ‘আর্ট রেকর্ড কভার্স’ নামের একটি ছবির বই প্রকাশ করেছেন৷

ফ্রাঞ্চেস্কোর গবেষণার বিষয়বস্তু হল নামকরা শিল্পীদের আঁকা অথবা ডিজাইন করা অ্যালবাম কভার৷ এক্ষেত্রে গানের ধরন, অঙ্কণশিল্পের ধারা ও ইতিহাস, সবই এসে পড়ে৷

‘নিঃসঙ্গ প্রতিধ্বনি'

বইটি শুরু করেছেন জ্যাকি গ্লিসনের ‘লোনসাম একো’ অ্যালবামটির জন্য স্পেনের সুবিখ্যাত পরাবাস্তববাদী চিত্রকর সালভাডোর ডালির আঁকা এই কভারটি দিয়ে৷ ফ্রাঞ্চেস্কো জানালেন, ‘‘ওটা শুধু একটা রেকর্ড কভার ছিল না, ওটা ছিল নিজেই একটা শিল্পকর্ম৷ ডালি ঐ কভারের ওপর তার নিজের স্বাক্ষর রেখে তা প্রমাণ করে দিয়েছেন৷ অ্যালবামের ব্যাক কভারে ডালি আর গ্লিসনের করমর্দনের ছবি আছে – এছাড়া ডালি তাঁর শিল্পকর্মের যে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছেন, তাও দেওয়া হয়েছে৷’’

অ্যান্ডি ওয়ারহল-ও ভেলভেট আন্ডারগ্রাউন্ডের অ্যালবাম কভারের উপর তাঁর নিজের নাম রেখেছেন৷ ১৯৬৭ সালের কভারটি যে আজ প্রায় দেড় লাখ ইউরো মূল্যে বিক্রি হচ্ছে, সেটাও তার একটা কারণ৷

১৯৬৭ সালেই বেরোয় বিটলসদের সুবিখ্যাত এলপি, ‘সার্জেন্ট পেপার্স লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’৷ কভারে বিশ্বের বিভিন্ন বিশিষ্ট মানুষজনের সঙ্গে বিটলসদের কোলাজটি সৃষ্টি করেছিলেন ব্রিটিশ শিল্পী পিটার ব্লেক৷ ষাটের দশকে শিল্পকলা আর পপ সংগীতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷

সংগীত ও চিত্রকলা

ফ্রাঞ্চেস্কো বললেন, ‘‘কিছু কিছু গায়ক বা সংগীত গোষ্ঠী যে কোনো বিশেষ শিল্পীকে তাদের অ্যালবাম কভারটা ডিজাইন করতে দেন, তার কারণ হলো এই যে, তারা ঐ শিল্পীর শিল্পকর্মের সঙ্গে একাত্ম বোধ করেন৷ এছাড়া তারা এই পন্থায় তাদের সংগীতকে একটি গভীরতর তাৎপর্য দিতে চান, সাধারণ ডিজাইনার বা অলঙ্করণ শিল্পীরা যেটা দিতে সক্ষম নন৷’’

যেমন পোর্ট্রেট ফটোগ্রাফি – মার্কিন পাংক গায়িকা প্যাটি স্মিথ তাঁর ঘনিষ্ঠ বন্ধু রবার্ট মেপলথর্পকে দিয়ে যে ধরনের ছবি তুলিয়েছিলেন৷ অন্যান্য ব্যান্ড সুবিখ্যাত সব ছবির অনুকরণে তাদের অ্যালবাম কভার করে – যেমন সোনিক ইউথ নামধারী ব্যান্ডটি প্রখ্যাত জার্মান শিল্পী গেয়ারহার্ড রিশটার-এর ‘মোমবাতি’ ছবিটির নকল করেছে৷ কিছু কিছু ছবি শিল্পীদের না জানিয়েই নেওয়া হয়েছে – যেমন ব্রিটেনের স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসির ছবি প্রায় ৪০টি অ্যালবাম কভারে দেখতে পাওয়া যায়৷

ফ্রাঞ্চেস্কো স্পামপিনাতো প্রায় দশ বছর ধরে বইটি নিয়ে কাজ করেছেন; হাজার হাজার অ্যালবাম সংগ্রহ করেছেন, তার মধ্যে অনেকগুলো শুধু তাদের কভারের জন্য৷ তাঁর নিজের শহর বোলোনিয়ার এই রেকর্ডের দোকানটিতে তিনি বাঁধা খদ্দের – এবং শুধু এখানেই নয়৷ ফ্রাঞ্চেস্কো জানালেন, ‘‘আমি বিশ্বের বিভিন্ন জায়গায় এগুলো কিনেছি৷ নিউ ইয়র্ক আর ব্রুকলিনে অনেক অ্যালবাম কিনে ইটালিতে নিয়ে এসেছি; বার্লিন আর প্যারিস থেকে এনেছি৷ যেখানেই যাই, সম্ভব হলে রেকর্ডের খোঁজ করি এবং সবসময়ে কিছু না কিছু পাই৷’’

৩,০০০ অ্যালবাম কভার ঘেঁটে তার মধ্যে প্রায় ৫০০টিকে বেছে নিয়ে তার বইতে রেখেছেন ফ্রাঞ্চেস্কো৷ মিউজিক স্ট্রিমিং আর এমপিথ্রির যুগে অডিও রেকর্ড যে উধাও হয়ে যাবে, ফ্রাঞ্চেস্কো তা বিশ্বাস করেন না৷ কেননা তাহলে জগত সত্যিই এই শিল্পকর্মগুলি হারাবে৷

আন্টিয়ে বিন্ডার/এসি