1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

এলজিবিটিকিউ নিয়ে পুটিনের নতুন ফরমান

২ ফেব্রুয়ারি ২০২৩

এলজিবিটিকিউ সংক্রান্ত সমস্ত বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি রাশিয়ায়।

https://p.dw.com/p/4N016
রাশিয়া এলজিবিটিকিউ
ছবি: Aleksander Kalka/Zuma/picture alliance

গত ডিসেম্বর মাসে একটি নতুন আইন পাশ হয়েছে রাশিয়ায়। সেখানে বিষম লিঙ্গের বিয়েকেই একমাত্র 'স্বাভাবিক' বিষয় বলে জানানো হয়েছে। সমলিঙ্গের প্রেম, বিয়ে সমস্ত কিছুর উপর কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সম্প্রতি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সমস্ত বই, সিনেমা, শিল্পকর্মের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার সরকার।

সরকার জানিয়েছে, কোনো বই যদি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। বিক্রি করা যাবে না। যে সমস্ত সিনেমায় সমলিঙ্গকে সমর্থন করা হয়েছে, তা রাশিয়ায় নিষিদ্ধ। শুধু তা-ই নয়, সোশ্যাল নেটওয়ার্কে কেউ যদি সমলিঙ্গের সমর্থনে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। অর্থাৎ, সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। আইন করে এই সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল পর্যন্ত জরিমানা হতে পারে।

টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্য একটি রেগুলেশন তৈরি করা হচ্ছে বলে রাশিয়ার একাধিক সংবাদপত্র রিপোর্ট প্রকাশ করেছে। রাশিয়ার এই নতুন আইনকে অনেকেই কালা কানুন বলে ব্যাখ্যা করছেন। দেশের ভিতর এবং বাইরে এ নিয়ে নিন্দা শুরু হয়েছে। অনেকেই এর প্রতিবাদ করেছেন। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, যেভাবে সরকার এই আইন প্রবর্তন করেছে, তাতে কোনো প্রতিবাদেই বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)