1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এর্দোয়ান-বিরোধী বাস্কেটবল খেলোয়াড়ের পদবিতে ফ্রিডম

২৯ নভেম্বর ২০২১

তুরস্ক বংশোদ্ভূত মার্কিন এই বাস্কেটবল প্লেয়ার এর্দোয়ানকে 'তুরস্কের হিটলার' বলেছিলেন। সম্প্রতি তিনি অ্যামেরিকার নাগরিকত্ব পেয়েছেন।

https://p.dw.com/p/43bQI
ক্যান্টার
ছবি: Nick Wass/AP Photo/picture alliance

মার্কিন নাগরিকত্ব পেয়েই নামের শেষে 'ফ্রিডম' পদবি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন বিতর্কিত বাস্কেটবল খেলোয়াড় এনেস ক্যান্টার। সোমবার রীতিমতো উৎসব করে নতুন পদবি সরকারিভাবে নিজের নামে যুক্ত করবেন তিনি। তুরস্কের এই খেলোয়াড় দীর্ঘদিন ধরেই অ্যামেরিকায় থাকেন। তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘোর বিরোধী তিনি। বাস্কেটবল কোর্টেও এই দুই দেশ এবং ব্যক্তির বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এই দুই শাসকের বিরুদ্ধে সরব হন তিনি। যা নিয়ে বহু বিতর্কও হয়েছে।

ক্যান্টার
ছবি: Michael Dwyer/AP Photo/picture alliance

এর্দোয়ানকে তুরস্কের হিটলার বলে বর্ণনা করেছিলেন এনেস। কিছুদিন আগে টুইট করে তিনি একটি পরোয়ানা শেয়ার করেছিলেন। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা। এনেসের দাবি তুরস্কে তার নামে চার বছরে মোট ১০টি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ, দেশের একটি উগ্রপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। কিন্তু অ্যামেরিকায় থাকার কারণে তুরস্কের প্রশাসন কখনোই তাকে গ্রেপ্তার করতে পারেনি। বছরকয়েক আগে রোমানিয়ায় তার তুরস্কের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল।

এনেস বলেছেন, মার্কিন নাগরিকত্ব পাওয়া তার কাছে স্বাধীনতার নামান্তর। সে কারণেই নামের পিছনে সরকারিভাবে ফ্রিডম শব্দটি পদবীর মতো জুড়ছেন তিনি।

এর আগে জুতোয় চীনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এনেস। উইগুর মুসলিমদের উপর অত্যাচারের অভিযোগে বেজিং অলিম্পিক বয়কটের ডাক দিয়েছিলেন তিনি। তিব্বতের স্বাধীনতা নিয়ে সরব তিনি। সে বিষয়েও জুতোয় বিশেষ মেসেজ লিখেছিলেন। যে কারণে চীনে তার ম্যাচ দেখানো বন্ধ করে দিয়েছিল চীনের প্রশাসন।

এনেসের দাবি, নিয়মিত হুমকি ইমেল পান তিনি। তাকে মারার চেষ্টাও হয়েছে। কিন্তু তিনি তার প্রতিবাদ বন্ধ করবেন না। বাস্কেটবল কোর্টে এবং বাইরে তার বক্তব্য তিনি তুলে ধরবেন।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স)