1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমবাপের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

৪ ডিসেম্বর ২০২২

আল থুমামা স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে পোল্যান্ডকে অনায়াসে হারালো ফ্রান্স৷ এমবাপের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়নরা৷

https://p.dw.com/p/4KSY4
এমবাপের জোড়া গোলে অনায়াস জয় ফ্রান্সের
এমবাপের জোড়া গোলে অনায়াস জয় ফ্রান্সেরছবি: Ebrahim Noroozi/AP Photo/picture alliance

আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত রক্ষণাত্মক খেলে সমালোচনার মুখে পড়েছিল পোল্যান্ড। নকআউটে লেভানডস্কিরা খেলায় পরিবর্তন আনেন৷ ম্যাচের শুরু থেকে আক্রমণ চালানো ফ্রান্সের বিপক্ষে সুযোগ বুঝে পাল্টা আক্রমণও চালাচ্ছিল তারা৷ এরমধ্যেই লেভানডস্কির জোরালো শট পেরিয়ে যায় গোলপোস্টের পাশ দিয়ে৷

কিন্তুআক্রমণে একের পর এক ঝড় তোলে ফ্রান্স৷তারই ধারাবাহিকতায় এমবাপের পাস থেকে জিরুর বাঁ পায়ের ফিনিশিংয়ে ৪৩ মিনিটে এগিয়ে যায় ফরাসিরা। ৫২তম গোল করে ফ্রান্সের সর্বাধিক গোলদাতার তালিকায় থিয়েরি অঁরিকে ছাপিয়ে যান জিরু।

সোনার বুটের দৌড়ে এগিয়ে থাকা ফ্রান্সের অন্যতম তারকা ফুটবলার এমবাপের গোলে ৭৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স৷

এখানেই শেষ নয়, ম্যাচের অতিরিক্ত সময়ে আরো একটি দুর্দান্ত গোল করেন এমবাপে৷ ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন বল৷

ফরাসি রক্ষণভাগে আক্রমণ চালাতে থাকে পোল্যান্ডও৷ একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় তারা৷ শুরুতে লেভানডস্কির শট ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস আটকে দেন৷ বলে শট নেয়ার আগেই গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার পেনাল্টির সুযোগ দেয়া হয়৷ দ্বিতীয়বার আর ভুল করেননি পোলিশ স্ট্রাইকার৷ এক গোলে মান বাঁচালেও হেরেই মাঠ ছাড়তে হলো পোল্যান্ডকে৷

আরকেসি/এফএস (ফিফা টিভি)