1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার অস্কারে আভাতার নাকি হার্ট লকার

৬ মার্চ ২০১০

অস্কার আর মাত্র কয়েকঘন্টা দূরে৷ বেশি সময় বাকি নেই জানতে কে এবার কটা অস্কার ঘরে তুলবে৷ লড়াই আসলে হবে কয়েকটা ছবির মধ্যে৷ তার মধ্যে অবশ্যই এক নম্বরে ক্যামেরনের আভাতার৷

https://p.dw.com/p/MLgk
ছবি: 20th Century Fox

‘টাইটানিক' ছিল জেমস ক্যামেরনের বিশ্বজোড়া বড়মাপের সেনসেশন৷ সে ঘটনা নয়ের দশকের শুরুতে৷ আর এই নতুন সায়েন্স ফিকশন ছবি ‘আভাতার' বা অবতার গোটা দুনিয়াকে মাতিয়ে দিয়েছে নিজস্ব ধাঁচে৷ অস্কারের আসরেও সেই আভাতার এখনও পর্যন্ত দশটি মনোনয়ন নিয়ে এক নম্বরে রয়েছে৷ কিছুটা হলেও পাল্লা দিচ্ছে অ্যাকশন ছবি ‘দ্য হার্ট লকার'৷ চোখ বুলিয়ে নেওয়া যাক এবারের ৮২ তম আকাদেমি অ্যাওয়ার্ড বা অস্কারে কোন ছবিগুলি গুরুত্ব পাচ্ছে৷

আভাতার - জেমস ক্যামেরন নির্দেশিত এই ছবি এক অন্য দুনিয়ার গল্প বলেছে৷ প্রচুর পরিমাণে টেকনোলজির, চোখ ধাঁধানো থ্রিল আর থ্রিডি-র ব্যবহার, সবকিছু মিলিয়ে এই ছবি এক অসামান্য নজরকাড়া চমকে দেওয়া বিনোদন৷

US-Schauspielerin Sandra Bullock
সান্ড্রা বুলক এবার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অস্কারেছবি: picture alliance/dpa

মার্কিন ফুটবল স্টার মাইকেল ওহরের জীবনের বাস্তব কাহিনী নিয়ে তৈরি ছবি ‘দ্য ব্লাইন্ড সাইড'৷ ফুটপাথে এক মাদকাসক্তের ঔরসে জন্ম হয়েছিল মাইকেলের৷ তাঁকে দত্তক নেন এক মহিলা৷ সান্ড্রা বুলক সেই দত্তক মায়ের ভূমিকায় এই ছবিতে৷ সান্ড্রা অবশ্যই সেরা অভিনেত্রীর জন্য মনোনীত এবারের অস্কারে৷

নবাগত নায়ক শার্লটো কোপলেকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় তৈরি সায়েন্স ফিকশন ধর্মী ছবি ‘ডিস্ট্রিক্ট নাইন'৷ এ ছবির মালমশলা, গল্পের বাঁধুনি আর অ্যাকশন মনে রাখার মত৷

ডেনমার্কের নির্দেশক লোন শেরফিগ-এর নির্দেশনায় তৈরি ষাটের দশকের প্রেমকাহিনীর নির্ভর ছবি ‘অ্যান এজুকেশন'৷ ছবির গল্পে এক স্কুলছাত্রী প্রেমে পড়ে যায় এক বিবাহিত মধ্যবয়স্ক পুরুষের৷ কী হয় তারপর ? এ ছবিতে ব্রিটিশ অভিনেত্রী ক্যারি ম্যুলিগান তাঁর প্রথম বড় চরিত্রের অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন৷

Szenenbild aus dem Film Tödliches Kommando
‘দ্য হার্ট লকার’ ছবির একটি দৃশ্যছবি: 2009 Concorde Filmverleih GmbH

ইরাকে কর্মরত মার্কিন বম্ব স্কোয়াডের তিন কর্মীকে নিয়ে ক্যাথারিন বিগেলোর ছবি ‘দ্য হার্ট লকার' ইতিমধ্যেই চলচ্চিত্র রসিকদের প্রশংসা পেয়েছে৷ বাস্তব অভিজ্ঞতার নিরিখে তৈরি এই ছবিতে কোন বড় স্টার তেমন নেই৷ কিন্তু ছবির মাত্রা যথেষ্ট মর্মস্পর্শী৷ আছে মানবিক আবেদনও৷

কোয়েনটিন টারানটিনো নির্দেশিত নতুন ছবি ‘দ্য গ্লোরিয়াস বাস্টার্ড' ফিরে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে৷ অত্যাচারী নাজিবাহিনীর যতজনকে সম্ভব খতম করার একটি গোষ্ঠী গড়েছিল ইহুদিরা৷ তাদের কাহিনী নিয়েই এই ছবিতে নিষ্ঠুর নাজি অফিসারের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন অস্ট্রিয়ান অভিনেতা ক্রিস্টভ ওয়ালজ৷ অস্কারের দাবিদার তিনিও৷

‘আপ ইন দ্য এয়ার' ছবিতে জর্জ ক্লুনি এবার এক এমন কর্মীর ভূমিকায়, যার কাজ হল অ্যামেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ বসদের চাকরি খাওয়া৷ অকস্মাত ক্লুনির জীবনে ঢুকে পড়ে দুই মহিলা৷ তারপর সবকিছুই বদলে যায়৷ জর্জ ক্লুনির বিভ্রান্ত অভিনয় এই ছবির বড় প্রাপ্তি৷

অস্কারের মনোযোগের তালিকায় এছাড়াও রয়েছে কোয়েন ব্রাদার্সের ছবি ‘দ্য সিরিয়াস ম্যান' এবং ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘আপ'৷ মাঝে মাত্র একটা দিন৷ তারপরেই জানা যাবে, কে, কারা এবং কোন কোন ছবি চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারাস পুরস্কার অস্কারের আসর মাতাবে এই বছর৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম