1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এটিএমে টাকা নেই, জিনিসের দাম বাড়ছে কাবুলে

২৬ আগস্ট ২০২১

গোটা আফগানিস্তানেই অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মানুষের হাতে টাকা নেই।

https://p.dw.com/p/3zUz5
আফগান ব্যাঙ্ক
ছবি: Haroon Sabawoon/AA/picture alliance

তালেবান ক্ষমতায় এসে সেন্ট্রাল ব্যাংকের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশের অর্থনীতির হাল ধরা যায়নি। বাড়ছে জিনিসপত্রের দাম। কার্যত সমস্ত এটিএম অর্থশূন্য। বন্ধ ব্যাংক। আতঙ্কে সাধারণ মানুষ।

কাবুলের বাসিন্দা ইমাম ডিডাব্লিউকে জানিয়েছেন, ''বন্ধ ব্যাংকের বাইরেও মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। বৃহস্পতিবার দুই-একটি ব্যাঙ্ক খুলেছে। তার বাইরে ভয়াবহ ভিড়।'' ইমামের বক্তব্য, গত এক সপ্তাহে জিনিসপত্রের দাম ভয়ংকরভাবে বাড়তে শুরু করেছে। এতদিন যে আটা এক হাজার ৮০০ আফগান অর্থে পাওয়া যাচ্ছিল, এখন তার দাম হয়েছে প্রায় দুই হাজার দুইশ আফগানি। ১৬ লিটারের খাওয়ার তেলের জ্যারিকেনের দাম ছিল এক হাজার ৭০০ আফগানি, এখন তা দুই হাজার ১৫০ আফগানিতে পৌঁছেছে। প্রায় প্রতিদিন জিনিসের দাম বাড়ছে। কিন্তু মানুষের হাতে অর্থ নেই। জিনিস কেনার ক্ষমতা নেই। এই পরিস্থিতি চলতে থাকলে আরো ভয়ংকর দুর্ভোগ আছে বলে জানিয়েছেন ইমাম।

বস্তুত, তালেবানক্ষমতা দখলের পর আফগান ব্যাংকের সমস্ত মার্কিন ডলার আটকে দিয়েছে। অর্থাৎ, আফগান সরকার এখন আর সেন্ট্রাল ব্যাঙ্কে রাখা ডলার ব্যবহার করতে পারবে না। সব মিলিয়ে সেই অর্থাঙ্ক প্রায় নয় বিলিয়ন ডলার। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডও আফগানিস্তানের সমস্ত অর্থ আটকে দিয়েছে। এই পরিস্থিতিতে সেন্ট্রাল ব্যাংকের নতুন প্রধানের নাম ঘোষণা করেও তালেবান অর্থনীতিকে সামলে উঠতে পারছে না।

এ দিকে আফগানিস্তানের অধিকাংশ সরকারি কর্মচারীর বেতন বন্ধ হয়ে গেছে। কবে তারা বেতন পাবেন, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক ভাবে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখিন হয়েছে আফগানিস্তান।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)