‘এখন পর্যন্ত নিখোঁজ ১৩৮ জন’ | পাঠক ভাবনা | DW | 27.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এখন পর্যন্ত নিখোঁজ ১৩৮ জন’

রানা প্লাজায় দুর্ঘটনার একমাস পেরিয়ে গেছে – এ বিষয়ে ডয়েচ ভেলে অসংখ্য তথ্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে৷ যেমন আজকের প্রতিবেদন থেকে জানতে পারলাম, বিজিএমইএ ডয়চে ভেলেকে জানিয়েছে যে, এখন পর্যন্ত নিখোঁজ ১৩৮ জন৷

কিন্তু মিডিয়ায় নিখোঁজের সংখ্যা আরো বেশি৷ ডয়েচ ভেলে বস্তুনিষ্ঠ ও তথ্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করায় আমরা ধন্যবাদ জানাচ্ছি৷

বিবিসি-র জরিপে জানেত পারলাম বিশ্বের জনগণের পছন্দের দেশ জার্মানি৷ আমরাও জানি জামার্নি শান্তির দেশ৷ আমার ঠাকুরদাদা চটগ্রাম জেলার বাঁশখালীর জমিদার নুতন চন্দ্র দাশ ১৯২৮ সালে জার্মানি সফর করেছিলেন৷ ঠাকুরদাদার মুখে শুনেনিছলাম, জার্মান জাতির কথা৷ এই সুন্দর প্রতিবেদনটি প্রকাশ করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ শুভেচ্ছান্তে ডা. অিসত কুমার দাশ মিন্টু, চট্টগ্রাম, বাংলাদেশ৷

- মতামতের জন্য ধন্যবাদ৷ বেশি বেশি লিখবেন বন্ধুরা৷ কারণ ‘পাঠক ভাবনা'-র জন্য চাই পাঠক বন্ধুদের মতামত৷ তা না হলে এই পাতাকে টিকিয়ে রাখা হয়তো সম্ভব হবে না৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ