1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একান্ত সাক্ষাৎকারে যা বললেন শহীদুল আলম

৪ ডিসেম্বর ২০১৮

ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার শহীদুল আলম জানিয়েছেন, কারাবন্দি থাকা অবস্থায় বর্তমান সরকার সব ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে৷ তাঁর মতে বাক-স্বাধীনতাকে রুদ্ধ করার চেষ্টা করেছে তারা৷

https://p.dw.com/p/39QgN

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে বাংলাদেশের প্রথিতযশা ফটো সাংবাদিক, সমাজকর্মী শহীদুল আলম ১০৭ দিন কারাভোগ করার পর গত ২০ নভেম্বর জামিনে মুক্তি দেয়া হয়৷ আগস্টে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আল-জাজিরাকে সাক্ষাৎকার দেয়ার পর তাঁকে ঢাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি৷