1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটি জাহাজ মুক্তির পর আরো দু'টি ছিনতাই

৩০ ডিসেম্বর ২০০৯

প্রায় চার মিলিয়ন ডলার মুক্তিপণ পাওয়ার পর, সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ মুক্ত করেছে সোমালীয় জলদস্যুরা৷ এদিকে, একইদিনে তারা আটক করেছে আরো দু'টি জাহাজ৷ বছরের শেষে এসে এ যেন জলদস্যুদের জোর উপস্থিতির জানান দেওয়া৷

https://p.dw.com/p/LGry
জলদস্যুদের হাতে আটক একটি ব্রিটিশ জাহাজ (ফাইল ছবি)ছবি: picture-alliance/ dpa

জলদস্যুরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, তারা অপহরণের প্রায় ১০ সপ্তাহ পর সিঙ্গাপুরের জাহাজ 'এমভি কোটা ওয়াজারে'র জন্য মুক্তিপণ পাওয়ার পর ২১ জন নাবিকসহ সেটিকে ছেড়ে দিয়েছে৷ সোমালিয়ার উপকূলের অদূরে টহলরত ইউরোপীয় ইউনিয়ন নৌ বাহিনী এ খবর নিশ্চিত করেছে৷ কিন্তু তার পরপরই, ব্রিটিশ পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাংকার ছিনতাই করেছে তারা৷ এডেন উপসাগরে নতুন এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বলে মঙ্গলবার সমুদ্রপথ পর্যবেক্ষণকারী কর্মকর্তারা জানিয়েছেন৷

'সেইন্ট জেমস পার্ক' ছিনতাই

কেনিয়াভিত্তিক ইস্ট আফ্রিকা সি ফেয়ারার্স অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অ্যান্ড্রু মোয়াঙ্গুরা মঙ্গলবার বলেছেন, জলদস্যুরা ব্রিটিশ পতাকাবাহী রাসায়নিক দ্রব্য বহনকারী ট্যাংকার সেইন্ট জেমস পার্ক ছিনতাই করেছে এবং গতিপথ পরিবর্তন করে জাহাজটি এখন সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে৷ ঐ ব্রিটিশ জাহাজে রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, রোমানিয়া, ফিলিপিন্স, পোল্যান্ড, জর্জিয়া, তুরস্ক এবং ভারতের মোট ২৬ জন নাবিক রয়েছে৷ স্পেন থেকে থাইল্যান্ড যাওয়ার পথে এটি জলদস্যুদের হাতে অপহরণের শিকার হলো৷

সার বহনকারী গ্রিক জাহাজ আটক

Konfliktforscher kritisieren Anti-Piraten-Einsatz
ফাইল ছবিছবি: AP

এদিকে, একইদিনে সার বহনকারী একটি গ্রিক জাহাজ আটক করে জলদস্যুরা৷ ফ্লোরিডার টাম্পা থেকে ভারতের রোজি যাওয়ার সময় গ্রিক জাহাজ ন্যাভিয়স অ্যাপোলন ছিনতাইয়ের শিকার হয়৷ ৫২ হাজার টন বিশিষ্ট এই জাহাজটিতে একজন গ্রিক ক্যাপ্টেন এবং ১৮ জন ফিলিপিনো নাবিক ছিলেন৷ জাহাজটির মালিক প্রতিষ্ঠান ন্যাভিয়স মেরিটাইম পার্টনার্স এক বিবৃতিতে জানিয়েছে যে, দু'টো স্পিড বোটে করে বেশ কিছু সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে যায় এবং সেটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়৷

বছরের শেষে জলদস্যুদের উৎপাত বৃদ্ধি

উল্লেখ্য, এডেন উপসাগরে জলদস্যুদের উৎপাত বন্ধে আন্তর্জাতিক মহল ঐ অঞ্চলে নৌসেনা দিয়ে পাহারা জোরদার করলেও বছরের শেষদিকে এসে জলদস্যুরা আবারও তাদের জোর উপস্থিতি জানিয়ে দিচ্ছে৷ গত রবিবারেই ৩৫ লাখ ডলার মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিয়েছে চীনা জাহাজ ডেজিনহাই-কে৷ জাহাজ চলাচল তদারককারী আন্তর্জাতিক সংস্থা একোটেরা'র সূত্র মতে, বর্তমানে প্রায় ২৫০ নাবিকসহ কমপক্ষে ১১টি জাহাজ জলদস্যুদের হাতে আটক রয়েছে৷ এছাড়া অক্টোবর মাসে জলদস্যুদের হাতে আটক ব্রিটিশ দম্পতি পল এবং রাশেল শ্যান্ডলারও এখনও বন্দি রয়েছেন৷ সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় ঐ দম্পতি বেশ উৎকণ্ঠার সাথে জানিয়েছেন যে, জলদস্যুদের ধৈর্য ফুরিয়ে আসছে৷ আর এক সপ্তাহের মধ্যে মুক্তিপণ না পেলে তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী