1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব

২৯ অক্টোবর ২০১৯

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি৷ তবে দোষ স্বীকার করায় এক বছর পর, অর্থাৎ ২০২০ সালের এই দিনেই ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব৷

https://p.dw.com/p/3S8e0
ছবি: Reuters/J. Sibley

অবশেষে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে শাস্তির বিষয়টি প্রকাশ করেছে আইসিসি৷ নিজেদের ওয়েবসাইটে এক টুইটে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বলেছে, জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করে অন্যায় করেছেন সাকিব, এ কারণে তার দু’ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকার কথা৷ অবশ্য দোষ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত রাখা হয়েছে৷ যার অর্থ, আপাতত এক বছরের জন্যই নিষিদ্ধ হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার৷ সব ঠিকমতো চললে ২০২০ সালের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব৷

এসিবি/কেএম (আইসিসি, ক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য