1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক নজরে ভারতের সাধারণ নির্বাচন-২০০৯

৩১ মার্চ ২০০৯

পঞ্চাদশ সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে ১৬ই এপ্রিল৷ চলবে ১৩ই মে পর্যন্ত৷

https://p.dw.com/p/HNJ1
ছবি: AP

মোট সংসদীয় আসন-৫৪৩

ভোট হবে ৫ দফায়৷

প্রথম দফার ভোট ১৬ই এপ্রিল৷

১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১২৪টি আসনে৷ দ্বিতীয় দফার ভোট ২৩শে এপ্রিল৷

১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৪১টি আসনে৷ তৃতীয় দফায় ভোট-৩০শে এপ্রিল৷

১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০৭টি আসনে৷ চতুর্থ দফায় ভোট -৭ইমে৷

৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৫টি আসনে৷পঞ্চম দফায় ভোট-১৩ই মে৷

৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি আসনে৷


পশ্চিমবঙ্গে ভোট তিন দফায়-৩০শে এপ্রিল, ৭ইমে এবং ১৩ই মে৷

আসামে দুই দফায়- ১৬ই এপ্রিল ও ২৩শে এপ্রিল৷

ত্রিপুরায়-২৩শে এপ্রিল৷

মেঘালয়- ১৬ই এপ্রিল৷

কেন্দ্র-শাসিত দিল্লীতে-৭ই মে৷

৫ দফায় ভোট গ্রহণ- উত্তর প্রদেশ ও জম্বু-কাশ্মীর৷

চার দফায় -বিহার

তিন দফায়- মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ৷

দুই দফায়- অন্ধ্রপ্রদেশ, আসাম, ঝাড়খন্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, মনিপুর, ওড়িষ্যা ও পাঞ্জাব৷

অবশিষ্ট রাজ্যগুলিতে একদিনে৷


ভোট গনণা- ১৬ই মে৷

ভোট দাতাদের মোট সংখ্যা- ৭১ কোটি ৪০ লাখ৷

১৭ কোটি ভোট দাতার বয়স ১৮-৩৫ বছরের মধ্যে৷

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য মোতায়েন করা হবে ২১ লাখ নিরাপত্তা কর্মি৷

ভোটগ্রহণ কেন্দ্র-৮ লাখ৷

প্রধান প্রতিদ্বন্দি দল- কংগ্রেস ও বিজেপি৷

এছাড়া বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলঃ

পশ্চিম বঙ্গে -তৃণমূল কংগ্রেস৷

আসামে -অহম গণ পরিষদ৷

বিহারে- রাষ্ট্রীয় জনতা দল

ঝাড়খন্ডে- জে এম এম

উত্তর প্রদেশে- সমাজবাদি পার্টি ও বহুজন সমাজ পার্টি৷

তামিল নাড়ুতে- ডি এমকে ও এ আই-এ-ডি-এমকে৷

অন্ধ্রপ্রদেশে-তেলেগু দেশম পার্টি৷

পাঞ্জাবে- আকালী দল৷

ওড়িষায়- বিজেডি৷

জম্বু-কাশ্মীরে- ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি৷

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও কেরালায়- মার্ক্সবাদি কমিউনিষ্ট পার্টি৷

কংগ্রেস ও বিজেপি'র পাশাপাশি নির্বাচনী ময়দানে আছে ৮টি আঞ্চলিক দলের জোট -তৃতীয় ফ্রন্ট৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক