1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক দিনে করোনার ১০ ডোজ টিকা!

১৩ ডিসেম্বর ২০২১

নিউজিল্যান্ডের এক ব্যক্তি এক দিনে করোনার ১০ ডোজ টিকা নিয়েছেন৷ অর্থের বিনিময়ে অন্যের হয়ে তিনি টিকা নেন বলে শনিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে৷

https://p.dw.com/p/44Bjw
Neuseeland Corona Delta-Variant
ফাইল ফটোছবি: Adam Bradley/SOPA Images via ZUMA Press Wire/picture alliance

দেশটিতে টিকা নেয়ার সময় পরিচয়পত্র দেখাতে হয় না৷

করোনার টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আস্ট্রিড কুরনিফ সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘স্টাফ'কে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে৷ ‘‘আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি,'' জানান তিনি৷

কোথায় এই ঘটনা ঘটেছে সেটা মন্ত্রণালয় জানাতে চায়নি৷ তবে ঐ ব্যক্তিকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে৷

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজিস্ট হেলেন পেটুসিস-হ্যারিস স্টাফকে বলেন, এক দিনে এত টিকা নিলে কী হতে পারে সে ব্যাপারে গবেষণা হয়নি৷ তাই তার কী হতে পারে সেটা ধারনা করা কঠিন৷

মালাগান ইনস্টিটিউটের পরিচালক ও ইমিউনোলজিস্ট গ্রাহাম লে গ্রোস বলেন, ১০ ডোজ টিকা নেয়ার কারণে তিনি হয়ত মারা যাবেন না, তবে একসঙ্গে এত টিকা নেয়ার মানে এই হতে পারে যে, টিকা কাজ করছে না৷

৫০ লাখ অধিবাসীর দেশ নিউজিল্যান্ডে এখন পর্যন্ত সাড়ে ১২ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে৷ মারা গেছেন ৪৬ জন৷

৮৯ শতাংশ মানুষ করোনার সব ডোজ টিকা নিয়েছেন৷

নিক মার্টিন/জেডএইচ