1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক কোটি চল্লিশ লাখ চার্জার ফেরত নেবে নকিয়া

১১ নভেম্বর ২০০৯

নকিয়ার সরবরাহকৃত এক কোটি চল্লিশ লাখ চার্জার নাকি ক্ষতিকর হতে পারে গ্রাহকদের জন্য৷ আর তাই বিনা খরচায় এসব চার্জার ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি৷ একইসঙ্গে এসব চার্জারের বদলে নতুন চার্জার দেবে তারা৷

https://p.dw.com/p/KThp
ফাইল ফটোছবি: AP

নকিয়া জানায়, চার্জারগুলোর প্লাস্টিক কভার মজবুত না হওয়ায় ভেতরে থাকা বৈদ্যুতিক তার বেরিয়ে আসতে পারে৷ আর সেক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় এই চার্জার কেউ ধরলে ইলেকট্রিক শক খাওয়ার আশঙ্কা রয়েছে৷ আর তাই সতর্কতা হিসেবে এসব চার্জার ব্যবহার থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছে সংস্থাটি৷

স্বভাবতই প্রশ্ন, কোন মডেলের চার্জারের কথা বলছে নকিয়া? সংস্থাটি জানিয়েছে, জুন মাসের ১৫ তারিখ থেকে আগস্টের ৯ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে নির্মিত এসি-থ্রিই ও এসি-থ্রিইউ এবং এপ্রিলের ১৩ থেকে অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে নির্মিত এসি-ফোরইউ মডেলের চার্জারগুলো ক্ষতিকর হতে পারে৷ এসব চার্জার নকিয়ার জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি৷

অবশ্য এখন পর্যন্ত এসব মডেলের চার্জার ব্যবহার করে বৈদ্যুতিক শক খাওয়ার কোন খবর পায়নি নকিয়া৷ তারপরও নিরাপত্তার খাতিরে সংস্থাটির এই সিদ্ধান্ত বলে খবরে প্রকাশ৷

প্রসঙ্গত, নকিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান৷ ২০০৮ সালে সংস্থাটি বিশ্বব্যাপী ৪৬৮ মিলিয়ন মোবাইল ফোনসেট বিক্রি করেছে৷ ২০০৭ সালের তুলনায় এই বিক্রির পরিমাণ ছিল সাত শতাংশ বেশি৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার