1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই সময়ের শিল্পীদের জনপ্রিয়তা ক্ষণস্থায়ী: শিল্পী শরীফ উদ্দিন

সমীর কুমার দে ঢাকা
৭ আগস্ট ২০২০

বিকল্প বিনোদনের মাধ্যম এখন সারা বিশ্বেই জনপ্রিয়৷ এই প্লাটফরমের শিল্পীরা কি স্থায়ী হচ্ছেন? তাদের গানগুলো কি হারিয়ে যাবে? এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শিল্পী শরীফ উদ্দিন৷

https://p.dw.com/p/3gbWY
Bangladesch Dhaka| Sänger | Sharif Uddin
ছবি: DW/S. Kumar Dey

বিকল্প বিনোদনের মাধ্যম এখন সারাবিশ্বেই জনপ্রিয়৷ বাংলাদেশেও ফান ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে৷ এই প্লাটফরমের শিল্পীরা কি স্থায়ী হচ্ছেন? তাদের গানগুলো কি সামনের দিনে হারিয়ে যাবে? এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শিল্পী শরীফ উদ্দিন৷

তার মতে, মূল ধারার শিল্পীরা বেঁচে থাকবেন আজীবন৷ আর এখনকার শিল্পীদের গান তিন পর আর কেউ শোনে না৷ একমাস পর তো হারিয়েই যায়৷ এই জনপ্রিয়তা ক্ষণস্থায়ী৷

ডয়চে ভেলে : বিকল্প বিনোদন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফান ভিডিওগুলো পাওয়া যাচ্ছে এগুলোর জনপ্রিয়তা কেমন?

শরীফ উদ্দিন : এগুলোর জনপ্রিয়তা ভালো৷ তবে আমি মনে করি, মান ভালো না৷ সঙ্গীত করতে হলে জানতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়৷ এখন তো একটা ক্যামেরা ধরে, এরপর গান গাইল তারপর শিল্পী হয়ে গেল৷ আমি এদের ভালো শিল্পী মনে করি না৷ এটার একটা নিয়ম নীতি করলে ভালো হবে৷

আমরা জানি আপনার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷ এখানে জনপ্রিয় হতে কি ধরনের কনটেন্ট লাগে?

আমার জনপ্রিয়তা সৃষ্টিকর্তা প্রদত্ত৷ আমার গানগুলো দর্শক পছন্দ করেছে এই কারণে জনপ্রিয়তা পেয়েছে৷ আমিও পরিশ্রম করেছি অনেক৷ আমি বিভিন্ন ধরনের গান করেছি৷ মাজারের গান করেছি, জারি গান করেছি, মাটির গান করেছি৷ আমি আসলে সব ধরনের গানই করেছি৷ এই কারণে হয়তো জনপ্রিয়তা পেয়েছি৷

আপনি সর্বশেষ কতদিন আগে গান করেছেন? সেই গান কতটা জনপ্রিয় হয়েছে?

আমি নয় মাস আগে সর্বশেষ গান করেছি৷ সেটাও ব্যাপক জনপ্রিয় হয়েছে৷ ইউটিউবে ৩১ লাখ মানুষ সেই গান দেখেছেন, শুনেছেন৷

টিকটকসহ বিদেশী প্লাটফরমের কনটেন্টগুলো অধিক জনপ্রিয়, দেশী প্লাটফরমের কনটেন্টগুলো কতটা জনপ্রিয়তা পাচ্ছে?

আমি মনে করি, আমাদের দেশের এগুলোও জনপ্রিয়তা পাচ্ছে৷ এগুলোও বহু মানুষ দেখে৷ আমার মেয়ে তো ইউটিউবে সারাদিন এসব দেখে৷ টিকটকে বাংলাদেশের অধিকাংশ গানই আমার৷

কোন সিনেমায় আপনার গান গেছে?

হ্যাঁ, তোমাকে বউ বানাবো সিনেমায় আমার গান গেছে৷ ওই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান৷

মূল ধারার শিল্পীদের এই প্লাটফরমে খুব একটা দেখা যাচ্ছে না৷ অনেক অপরিচিত শিল্পী এখানে জনপ্রিয়তা পাচ্ছেন৷ এর কারণ কি?

এখন ধরেন নতুন একটা গান বেরুলো খায়রুন লো লম্বা মাথার কেশ এটা কিন্তু নতুন কথা দিয়ে বানানো গান৷ আবার ধরেন ফাইটা যায়, ফাইটা যায় এটাও নতুন কথা, এটাও হিট হইছে৷ মূল ধারার শিল্পীরা তো মৌলিক গান করেন৷ তাদের গান একটা জনপ্রিয় হলে আজীবন থাকবে৷ আর এখন যারা জনপ্রিয় হচ্ছে তাদের গান মানুষ তিন দিন শোনে৷ সর্বোচ্চ এক মাস পর্যন্ত এই গানগুলো মানুষ শোনে৷ এরপর কিন্তু এই গান আর কেউ শোনে না৷

মূল ধারার শিল্পীরা বিকল্প বিনোদনের এই প্লাটফরমের শিল্পীদের কিভাবে দেখেন?

মূল ধারার শিল্পীরা নতুন এই শিল্পীদের কোন শিল্পীই মনে করে না৷ কারণ এরা তো ইউটিউবের শিল্পী৷ এদের তো ওস্তাদের কাছ থেকে কোন শিক্ষা নেই৷

কিছুদিন আগে তো অপু আর মামুন সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে৷ সর্বশেষ অপু গ্রেফতারও হলো৷ তাদের এই বিশৃঙ্খল আচরণের কারণ কি?

আসলে বড়দের শ্রদ্ধা করতে হবে৷ যেমন ধরেন মনির খান আছেন, আসিফ ভাই আছেন৷ তাদের আমি অনেক শ্রদ্ধা করি৷ এদের সামনে তো আমি ভালোভাবে দাঁড়াই না৷ একজনের প্রতি শ্রদ্ধা থাকলে তখন আর ঝগড়া বিবাদ হয় না৷ একজন শিল্পী তো আরেকজন শিল্পীর বন্ধু৷ এখানে তো ঝগড়া বিবাদের কিছু নেই৷

সামাজিক মাধ্যমে দর্শকদের জনপ্রিয়তা পেয়ে অনেকেই নিজেদের গুরুত্বপূর্ণ মনে করছেন৷ আসলে তারা কতটা গুরুত্বপূর্ণ?

আগে যারা জনপ্রিয় হয়েছেন তাদের তুলনায় এখন যারা জনপ্রিয় হচ্ছেন তারা কিছুই না৷ এখনকার জনপ্রিয়তা ক্ষণস্থায়ী৷ আজকে একটা গান হিট হলেও একমাস পর সব শেষ৷ যেমন ধরেন আসিফ ভাই মৌলিক গানের শিল্পী৷ কতদিন আগে তার গান হিট হইছে, অথচ এখন তার সেই সব গান মানুষ শোনেন৷ মনির খানের গানও তাই কতদিন আগে হিট হইছে, এখনও বাজারে তার গান চলে৷ তাই মৌলিক শিল্পী যারা তাদের গান আগেও হিট হয়েছে, এখনো চলে৷ এখনকার শিল্পীদের গান দুই দিন পরই আর থাকবে না৷ 

শরীফ উদ্দিন

জনপ্রিয় হওয়া শিল্পীদের আচরণ কেমন হওয়া উচিৎ? কারণ অনেকেই তাদের ফলো করেন?

অনেক নম্র, ভদ্র ভাবে আচরণ করা ভালো৷ আমাদের সবকিছু হলো দর্শক৷ দর্শকের সঙ্গে যদি ভালো ব্যবহার না করি তাহলে দর্শকরা আমাদের পছন্দ করবে না৷

বিকল্প বিনোদনের এই প্লাটফরমের শিল্পীদের মধ্যে এক ধরনের উচ্ছৃঙ্খলা আছে৷ আপনি কিভাবে দেখেন?

আমার তো মনে হয়, সবাই ভালো ব্যবহারই করে৷ আমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করে৷ আমি অনেক কোম্পানিতে গান করেছি, কিন্তু অনেক কোম্পানি আমার গানের পয়সা দেয়নি৷

অনেকেই বলছেন, বিকল্প বিনোদনের এই মাধ্যমটা তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে৷ আপনি কী মনে করেন?

আমিও মনে করি, এটা ঠিক৷ এটা আসলেই বিভ্রান্তির সৃষ্টি করছে৷ এখন এরা তো উচ্ছৃঙ্খল গান করে৷ এদের গানের ভাষা ঠিক নেই৷ সুন্দর ভাষা দিয়ে গান করতে হয়৷ সেটা তো করেই না৷ আমার গান তো ভালো ভাষার ব্যবহারেই বানানো৷

এই মাধ্যমটাকে নিয়মকানুনের মধ্যে আনার সময় এসেছে বলে অনেকেই মনে করছেন৷ আপনার অভিমত কী?

একটা নিয়ম কানুন আসলে ভালো হবে৷ শিল্পীরা যেভাবে বেঁচে থাকে, শিল্পীদের যেভাবে কদর থাকে সেভাবেই নিয়মকানুন বানানো উচিৎ৷

আপনি বলছিলেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি গানের সম্মানী পাননি৷ কেন পাননি?

আমি অনেক কোম্পানির মাধ্যমে গান করেছি৷ এখন ইউটিউব থেকে তারা টাকা পাচ্ছে, আমি পাচ্ছি না৷ তারা আমাকে কোন টাকা দেয় না৷ যদিও আমি এখন কারো কাছে বিচার দেইনি৷ আপনাদের মাধ্যমেই প্রথম বললাম৷ আমি আসলে গানের এই টাকাগুলো চাই৷

নতুন প্রজন্মের শিল্পীদের আপনি কিভাবে দেখেন?

আমি তো তাদের ভালোভাবেই দেখি৷ একজন শিল্পী, সে তো মানুষ৷ সে মানুষ, আমিও মানুষ৷ আমি বিষয়টা এভাবে দেখি৷ আমি অন্যভাবে দেখি না৷ তবে এদের একটা গান হিট হলে এরা হিংসুটে হয়ে যায়৷ এটা ঠিক না৷ মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে৷ আজ আমি এখানে পৌঁছেছি সেটা একেবারেই আল্লাহর মেহেরবানি৷ আল্লাহ-ই আমাকে এখানে এনেছে৷