1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই প্রশ্নের উত্তর দিতে পারবেন?

৩০ জুলাই ২০১৯

ক্রিকেট যারা নিয়মিত দেখেন, তাদের জন্য প্রশ্নটা খুব সহজ৷ একটা ভিডিও দেখে বলতে হবে ব্যাটসম্যান আউট হয়েছেন কিনা৷ প্রশ্নটা রেখেছেন শচীন টেন্ডুলকার৷

https://p.dw.com/p/3Mwew
Indien Cricket Ravichandran Ashwin, Nationalmannschaft
ছবি: Getty Images/AFP/P. Parks

ক্রিকেট খেলা ছেড়ে দিলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা ছাড়েননি ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি রান এবং সেঞ্চুরিসহ অনেক রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকার৷ কয়েকদিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও বিশেষজ্ঞ ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে তাঁকে৷ তবে এবার তিনি নিজের মত জানাননি, জানতে চেয়েছেন অন্যদের মতামত৷ ছোট্ট একটা ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘‘এই ভিডিওটা এক বন্ধু আমার সঙ্গে শেয়ার করেছেন৷ভিডিওটা খুব অস্বাভাবিক৷বলুন তো, আপনি আম্পায়ার হলে কী সিদ্ধান্ত নিতেন? ''

কী আছে ভিডিওতে? কোনো এক মাঠে চলছে সাদা পোশাকের ক্রিকেট৷ বোলার বল করলেন৷ চেষ্টা করেও বলে ব্যাট লাগাতে পারলেন না ব্যাটসম্যান৷ বল এসে সোজা লাগল স্টাম্পে৷ বেলস নড়ল৷ নড়ে একটু সরেও গেল, কিন্তু পড়ল না! কী হবে এখন? আম্পায়ার এ নিয়ে বেশি চিন্তা করেননি৷ তাঁর সিদ্ধান্ত — নট আউট!

মাঠের কাহিনী সেখানেই শেষ৷ কিন্তু টেন্ডুলকার তো সব শেষ ধরে নিয়ে ভিডিওটি শেয়ার করেননি৷ আম্পায়ারের সিদ্ধান্ত যদি সবসময় সবাই মেনে নিতো, তাহলে কোনো বিতর্কই থাকতো আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে৷টেন্ডুলকারের শেয়ার করা ভিডিওটি তিন দিনে দেখা হয়েছে আট লাখ ২১ হাজার বার, রিটুইট হয়েছে সাত হাজার ৭০০ বার, মন্তব্য করেছেন অসংখ্য মানুষ৷ কেউ কেউ বলেছেন, ‘‘আউট'', কেউ বলেছেন, ‘‘নট আউট!'' কেউ আবার ২০১৯ বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার কুমারা ধর্মসেনার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘‘ব্যাটসম্যান ইংল্যান্ডের হলে নট আউট, তবে নিউজিল্যান্ডের হলে আউট৷''

এসিবি/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য