1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই ক্রিসমাসেও ‘হোম অ্যালোন'!

২১ ডিসেম্বর ২০১৮

‘হোম অ্যালোন' চলচ্চিত্রটির কথা মনে আছে? বাবা-মা  ছাড়া একা ক্রিসমাস পালন করতে হয়েছিল এক বালককে? ২৮ বছর পর আবারও একা ক্রিসমাস পালন করছেন তিনি, তবে সঙ্গে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট৷ গুগলের বিজ্ঞাপনে এমনটাই দেখা গেল৷

https://p.dw.com/p/3ATTL
Filmstill Kevin allein in New York
ছবি: picture-alliance/dpa/KPA

সে সময় ক্রিসমাস পালন, বাড়ির ওপর নজর রাখা তিন বদমায়েশকে শায়েস্তা করে রীতিমতো পুলিশের হাতে তুলে দিতে হয়েছিল ছোট্ট কেভিন, অর্থাৎ ম‌্যাকোলে কালকিনকে৷ এবার যেহেতু এই ক্রিসমাসে তিনি গুগল হোম ডিভাইস, তথা গুগল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ফিরেছেন, তাই একলা বাড়িতে একা একা আর কিছুই করতে হচ্ছে না ম্যাকোলেকে৷ পাশেই পাচ্ছেন সাহায্যকারী গুগল হোম ডিভাইস৷

গুগল হোম ডিভাইসের বিজ্ঞাপনে আবার করা হয়েছে হোম অ্যালোন ছবির কিছু দৃশ্য৷ এক মিনিটের এই বিজ্ঞাপনচিত্রে হোম অ্যালোনের দিনের রুটিন টুকে রাখা, পিজ্জা কেনা, মানবদেহ সদৃশ কাটআউটকে গানের তালে নাচানোর ‘অপারেশন কেভিন', বিছানার ওপর লাফানোসহ বেশ কয়েকটি দৃ্শ্যকে ফিরিয়ে আনা হয়েছে, সঙ্গে আছে ম্যাকোলে এবং গুগল ডিভাইস৷ এক মিনিটের জন্য দর্শককে ফিরতে হবে ৯০-এর সেই জনপ্রিয় চলচ্চিত্রের নস্টালজিয়ায়৷

১৯ তারিখ প্রচারিত হওয়া এই বিজ্ঞাপনচিত্রটি এখন পর্যন্ত  শুধুমাত্র ইউটিউবেই দেখা হয়েছে প্রায় এক কোটি ৩৩ লাখ বার৷ প্রতি মুহূর্তে বাড়ছে এর ভিউ৷

এফএ/এসিবি