এই অত্যাচার কবে বন্ধ হবে? | পাঠক ভাবনা | DW | 14.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এই অত্যাচার কবে বন্ধ হবে?

শান্তনু ঘোষ কলকাতা থেকে লিখেছেন, বাংলাদেশে মুসলমানরা অসহায় হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করে চলেছে৷ অথচ ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য হিন্দু নেতারাই এগিয়ে আসেন৷ বাংলাদেশে এই অত্যাচার কবে বন্ধ হবে?

এই অত্যাচার আমাদের বাবা-ঠাকুরদাদের উপর হয়েছিল ১৯৪৭ সালে৷ আমরা ছিন্নমূল হয়ে কোনোমতে প্রাণ হাতে নিয়ে ভারতে উদ্বাস্তু হয়ে এসেছিলাম৷ সেই সব ভয়ংকর দিনের স্মৃতি আজও যায়নি৷ এতদিন পেরিয়ে গেল, কিন্তু আজও বাংলাদেশে হিন্দুরা অসহায়, আজও অত্যাচারিত৷ অবাক লাগে৷ আরও অবাক লাগে এই দেখে যে, সমগ্র পৃথিবী যেন নীরব এই বিষয়ে, এমন কি ভারতেও তেমন কোনো জোরালো প্রতিবাদ নেই৷ বাংলাদেশে যেন হিন্দুদের হত্যা করা হচ্ছে না, কিছু মশা মারা হচ্ছে৷

জার্মানির কৃষি প্রযুক্তি এতটা উন্নত আগে জানা ছিল না৷ অন্বেষণ পর্বে জার্মানি থেকে পেট্রোলিয়াম প্রকল্প সম্পর্কে জানলাম৷ জানলাম হামবুর্গ শহরে পাচার করা কোকেন সম্পর্কেও৷ কুকুরের মাদক অনুসুন্ধানটা ভালো লাগলো৷ পানি ফিল্টার একটি গুরুত্বপুর্ণ বিষয়, বাংলাদেশে ডিসটিল ওয়াটার পাওয়া মুসকিল৷ কারণ বোতলজাত ওয়াটারগুলো মাননিয়ন্ত্রিত নয়৷ অন্বেষণে জার্মানির নভোযান প্রযুক্তি সম্পর্কে একটি সিরিজ দেখতে চাই৷ হরিপুর, পাবনা থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন ডা. এস এম এ হান্নান৷

ঢাকার গুলশান থেকে বন্ধু বিধান চন্দ্র টিকাদার লিখেছেন যে তিনি, ডায়বেটিস রোগের ভয়াবহতা সম্পর্কে ডয়চে ভেলে থেকে জানতে পারলেন৷ এছাড়া প্রতিবেদনটি তিনি নিজে পড়েছেন এবং তাঁর পরিচিতদেরও পড়িয়েছেন৷

ডয়চে ভেলের সপ্তাহিক আয়োজন ‘অন্বেষণ-এর প্রতিটি পর্ব খুবই আগ্রহ দিয়ে দেখছি, জানতে পারছি বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ার সাম্প্রতিকতম তথ্য৷ এই আয়োজনের ৩৭তম পর্বে জার্মানিতে শব্দের প্রতিফলন ঘটিয়ে খনিজ তেলের ভাণ্ডারের অনুসন্ধানের নতুন প্রযুক্তি, কুকুরের নাককে কাজে লাগিয়ে হামবুর্গ বন্দরে মাদক খোঁজার কাজ, এশিয়ার বাজারে উন্নতমানের ফিল্টার সরবরাহ, ভিন্নভাবে বিভিন্ন পণ্যের এক্স-রে ছবি প্রকাশ এবং ব্রিটিশ শিল্পী অ্যালেক্স চিনেক-এর ফেলে দেওয়া স্থাপত্যের মধ্যে ফুটিয়ে তোলা নতুন শিল্পকর্ম নিয়ে অডিও-ভিডিও পরিবেশনা বেশ ভালো লাগলো৷

বাংলাদেশের রাজনীতি নিয়ে পরিবেশনাগুলির দিকে খুবই আগ্রহ সহকারে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা প্রতিবেশী ভারতের কাছে মোটেই সুখকর নয়৷ হাসিনার নতুন মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ এবং নতুন সরকারের প্রতি পশ্চিমী দেশগুলির মনোভাব নিয়ে প্রতিবেদন থেকে বিস্তারিত জানতে পারছি৷ রাশিয়ার মতো প্রভাবশালী রাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়ানো খুবই অর্থবহ৷ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের তরুণ প্রজন্মের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ডাক সফল রূপ পেল৷ এখন শুধু এগিয়ে চলা, এগিয়ে চলা....ধন্যবাদ ডয়চে ভেলে৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত থেকে তার ই-মেলে এভাবেই লিখেছেন৷

- মন্তব্যের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ