1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ যেন চাঁদের দেশ!

৩ সেপ্টেম্বর ২০১৯

ভাঙাচোরা একটি রাস্তার অবস্থা তুলে ধরতে স্পেস স্যুট পরে এক ব্যক্তির ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/3Ovyw
Edwin «Buzz» Aldrin auf dem Mond
ছবি: picture-alliance/dpa/NASA/N. Armstrong

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলছে, চিত্রশিল্পী বাদল নানজুন্দাসস্বামী ভারতের বেঙ্গালুরুর একটি নগরীর দুর্বল অবকাঠামো চিত্রিত করতে থ্রিডি স্ট্রিট আর্টের মাধ্যমে একটি রাস্তায় গর্তে চাঁদের তলদেশে মহাকাশচারীর হাঁটার মত করে দৃশ্যায়ন করেন৷ হ্যালো বিবিএমপি কমিশনার হ্যাশট্যাগ করে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন তিনি৷

ভিডিওতে দেখা যায়, স্পেস স্যুট পড়া এক ব্যক্তি সতর্ক পদক্ষেপে উচু-নিচু পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, দেখে মনে হবে ঠিক যেন চাঁদের দেশ৷

আলো আঁধারির মধ্যে ভাঙাচোরা ওই পথে ‘নভোচারী' যখন হাঁটছিলেন তখন থেকে থেকে আলো এসে পড়ছিল তার গায়ে৷ হঠাৎ পাশ দিয়ে একটি সিএনজি অটোরিকশাকে ছুটে যেতে দেখার পর বুঝতে বাকী থাকে না সেই আলো আসছিল গাড়ির হেডলাইট থেকে৷ এরপর পরিষ্কার হয়ে যায় এটা ভাঙাচোরা একটি সড়ক৷

তারপরেও দীপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে থাকনে সেই নভোচারী৷ ক্যামেরার ফ্রেম বড় হলে প্রকাশ পায় ভাঙাচোরা সেই সড়কের আসল রূপ৷

এ রকম ভিডিও তৈরির পরিকল্পনা মাথায় আসায় বাদল নানজুন্দাসস্বামীকে প্রশংসায় ভাসিয়েছেন হাজারো মানুষ৷ নগর কর্তৃপক্ষকেও ব্যঙ্গ করেছেন কেউ কেউ৷

বৃহত্তর বেঙ্গালুরু মহানগর অঞ্চলের নাগরিক সুযোগ-সুবিধাসহ এর অবকাঠামোগত সম্পদ দেখভালের প্রশাসনিক সংস্থা হলো ব্রাহাট বেঙ্গালুরু মহানাগারা পালিকে (বিবিএমপি)৷

এসআই/কেএম (ইন্ডিয়া টুডে)