1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আশীষ চক্রবর্ত্তী১৮ জানুয়ারি ২০১৩

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার ‘গেরিলা'-র জয় জয়কার৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা জয়া আহসান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রতি নিজস্ব ভাবনা নিয়েও কথা বলেছেন৷

https://p.dw.com/p/17MGm
ছবি: AP

জাতীয় পুরস্কার আর তা যদি আসে মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি করা ছবিতে অভিনয় করে তার আনন্দ কতটা হতে পারে বোঝা গেল জয়া আহসানের সঙ্গে কথা বলে৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রীর উচ্ছ্বাস, আনন্দ আর অহঙ্কারের অনেকটাই বেরিয়ে এসেছে৷ অহঙ্কার অভিনয়ের স্বীকৃতির জন্য যতটা, তার চেয়ে ঢের বেশি দেশের জন্য কিছু করতে পারার তৃ্প্তিপ্রসূত৷ ‘গেরিলা' ছবি জয়া আহসানকে এই তৃপ্তি দিয়েছে পুরোদমে৷

Guerrilla (Filmplakat)
‘গেরিলা' ছবির পোস্টার

টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে বিনোদন জগতে এসেই জয়া নজর কেড়েছিলেন গ্ল্যামার দিয়ে৷ সুশ্রী অভিনেত্রী সু-অভিনয় দিয়ে মন কাড়তেও বেশি সময় নেননি৷ টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনাকেও দিয়েছেন নতুন মাত্রা৷ এক সময় সাংবাদিকতাও করেছেন৷ বাকি ছিল চলচ্চিত্রে অভিনয়৷ জয়া আহসান তা-ও করলেন, করলেন মানে করা শুরু করলেন নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা' দিয়ে৷ প্রথম ছবিতেই বাজিমাত৷ এ ছবির সুবাদে দেশের বাইরে পুরস্কার জিতেছেন আগেই৷ এবার জিতলেন জাতীয় পুরস্কার৷ এ স্বীকৃতি পাওয়ার পর তাই জয়া প্রাণ খুলে বলেছেন অভিনয়ের বিষয় ছাড়িয়েও অনেক কথা৷ পুরস্কার পাওয়ার অনুভূতি দিয়ে শুরু করে ‘গেরিলা' ছবিতে অভিনয় করার সময়ের দারুণ কিছু অভিজ্ঞতা, দেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের অবদান, তাঁদের প্রতি নিজস্ব ভাবনাও এসেছে তাঁর কথায়৷