1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ কে খন্দকার হাসপাতালে

২৯ অক্টোবর ২০২১

মুক্তিযুদ্ধের উপ সেনাপতি ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম গুরুতর অসুস্থ হয়ে বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন৷ তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে৷ 

https://p.dw.com/p/42KLs
এ কে খন্দকার, মুক্তিযুদ্ধের উপ সেনাপতি ও সাবেক মন্ত্রীছবি: RAVEENDRAN/AFP/Getty Images

সাবেক মন্ত্রীর স্ত্রী ফরিদা খন্দকার ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার সকালে জানান, এ কে খন্দকারের ফুসফুস ও কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে৷ অবস্থা তেমন ভালো নয় জানিয়ে তিনি বলেন, ‘‘উনি অনেক অসুস্থ৷ আপনারা তার জন্য দোয়া করবেন৷ দেশবাসীর কাছে দোয়া চাই৷''

মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন৷ পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন৷ তিনি ২০০৮ সালে পাবনা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন৷ মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান৷

সাত বছর আগে প্রকাশিত তার ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটিতে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য দেওয়ায় ব্যাপক সমালোচনা হয়৷ সে কারণে তিনি সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন৷

২০১৯ সালে বইটি প্রকাশের চার বছর পর বইয়ের একটি অনুচ্ছেদ প্রত্যাহার করে নেন এবং ভুল তথ্য দেওয়ার জন্য জাতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার কাছে ক্ষমা চান মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকার৷ 

 এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য