1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উর্দু ভাষায় মহম্মদ আলি লাইব্রেরি

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৮ জুলাই ২০১৯

মহম্মদ আলি জওহর-এর নামাঙ্কিত এই পাঠাগারটি নির্মিত হয় ১৯৩০ সালে। উর্দু ভাষার এত বৃহৎ লাইব্রেরি এমনকী এদেশেও বিরল। এই লাইব্রেরিকে এই বৈদ্যুতিন যুগেও সচল রাখার আপ্রাণ চেষ্টায় ব্রতী জাফর সিদ্দিকী,মহম্মদ খলিল, মহম্মদ রফিক, গুলাম মুস্তাফা, ডক্টর নুসরত জাহান প্রমুখেরা।

https://p.dw.com/p/3LlNS

কেবল উর্দু ভাষাকে ভালোবেসে তাঁরা এই কাজে নিয়োজিত রয়েছেন। এঁরা চাইছেন এঁদের নিজস্ব প্রকাশনা থেকে গীতা, রামায়ণ-মহাভারত উর্দুতে অনুবাদ করতে। লাইব্রেরি সংস্কৃতির এই দুর্দিনেও তাঁরা যে এমন দুরূহ প্রচেষ্টায় ব্রতী হয়েছেন তার জন্য এঁদের কুর্নিশ।