‘উপজাতিরা আদিবাসী নয়' | পাঠক ভাবনা | DW | 16.12.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘উপজাতিরা আদিবাসী নয়'

পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আদিবাসী, না উপজাতি বলা উচিত তা নিয়ে পাঠকদের মাঝে রয়েছে মতপার্থক্য৷ এ বিষয়ে অনেকেই ভিন্নমত জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী নয়, উপজাতি বলতে হবে বলে মনে করেন পাঠক রাসেল৷ আর তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে, ‘‘তারা ব্রিটিশ আমলে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে, আজও ইতিহাস সাক্ষী আছে, তাই তাঁরা বাংলাদেশের আদিবাসী নয়৷''

আর সাইমুম রহমান সজিব খুব জোর দিয়েই বলছেন,‘‘তারা অবশ্যই উপজাতি, কারণ তারা বার্মা থেকে আগত৷'' তিনি তাদের আদিবাসী বলতে রাজি নন৷ 

তবে ফাহিম আলমাসের মতে,‘‘ পার্বত্য অঞ্চলে বসবাস করা মিয়ানমার থেকে আসা উপজাতি শরণার্থীদের উগ্র আচরণ বাংলাদেশের মানুষদের দিন দিন ক্ষেপিয়ে দিচ্ছে, যেটার বিস্ফোরণ হলে শরণার্থীরাই দায়ী থাকবে৷ আর মিয়ানমার থেকে আসা এসব মানুষ ‘শরণার্থী' হিসাবে বিবেচিত হতে পারে৷''

অন্যদিকে সোহাগ পারভেজ বলছেন, ‘‘আদিবাসী বলা কেমন করে উচিত হয়? আমরা বাঙালিরা তাদের চেয়ে অনেক-অনেক আগে থেকেই এই ভূ-খন্ডে বসবাস করছি, তাই তাদের আদিবাসী নয় বরং উপজাতি বলাই উচিত হবে৷''

আর সন্দীপ বিশ্বাস নিশ্চিত যে, পার্বত্য অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠীগুলো অবশ্যই আদিবাসী৷ তিনি লিখেছেন, ‘‘ তারা বাঙালি আসার অনেক আগে থেকেই ওই অঞ্চলের বাসিন্দা৷ আমাদের পূর্ব পুরুষরাই বরঞ্চ ভারত এবং বিশ্বের অনান্য দেশ থেকে আগত৷ এ নিয়ে কথা বলা মানে লুংগি ধরে টানাটানি৷ লুংগি কিন্তু তাঁদেরই উদ্ভাবিত পোশাক৷ আমাদের পূর্ব পুরুষরা দ্রুত এসব এলাকা দখল এবং বংশ বিস্তারের কারণে আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ আর ওরা জাতিগতভাবে সংখ্যালঘু৷''

অন্যদিকে বোরহানউদ্দিন চৌধুরী মনে করেন, ‘‘উপজাতি বললে ঠিক হয়, কারণ, আদিবাসী বলতে যা বোঝায়, এরা তা নয়৷''

আর নুরুল আফসারের সোজা প্রশ্ন, ‘‘তারা বহিরাগত, ‘আদিবাসী' কিভাবে হবে?''  বোরহানউদ্দিনের সাথে একমত প্রকাশ করেছেন পাঠক শপায়েত মান্নান, বাইজিদ হোসেন, শেখ মমিন, আলী ইমামসহ অনেকে৷ 

তবে ডয়চে ভেলের পাঠক সিহাবউদ্দিন জানিয়েছেন, ডয়চে ভেলেতে প্রকাশিত আদিবাসী বিষয়ক তথ্যগুলো তাঁর কাছে খুব ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছেন৷ যদিও তিনি বেশ কিছুদিন ওই অঞ্চলে ছিলেন এবং অনেক কাছে থেকে ওদের দেখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

নির্বাচিত প্রতিবেদন