1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরায় দোকানে বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু

৯ আগস্ট ২০২২

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন৷ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন৷

https://p.dw.com/p/4FIMh
প্রতীকী ছবিছবি: picture-alliance/AP Photo/A. Goni

সোমবার রাতে সবশেষ মারা যাওয়া ৩৫ বছর বয়সি মাসুম আলী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন৷ বিস্ফোরণে দগ্ধ মাসুমের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া৷  এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি৷

শনিবার দুপুরে হওয়াওই ঘটনায় দগ্ধদের মধ্যে এর আগে রোববার মধ্যরাত পর্যন্ত চারজন মারা যান৷ মাসুমের আগে রোববার রাতে মিজানুর (৩৫), রোববার ভোরে গাজী মাজহারুল ইসলাম (৪৭) ও শনিবার রাতে আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০) মারা যান৷ 

নিহত মাজহারুল ছিলেন ভাঙারির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, বাকিরা রিকশাচালক৷

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্যরা হলেন ৩০ বছর বয়সি মো. আল-আমিন ৩২ বছর বয়সি মো. শরিফুল ইসলাম ও ২৬ বছর বয়সি মো. শাহিন৷

আহতদের সবার শরীরের ৪৫ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে এবং সকলের অবস্থাই আশঙ্কাজনক জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন৷

 তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, উত্তরা কামারপাড়া এলাকায় ওই ভাঙারির দোকানের পাশে রিকশা গ্যারেজ রয়েছে৷ ভাঙারির দোকানে পুরনো ফেলে দেওয়া মালপত্রের গুদাম ছিল৷ সেখানে ছিল হ্যান্ড স্যানিটাইজারসহ নানা দাহ্য পদার্থও৷

শনিবার দুপুরে ভাঙারির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়৷ এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন৷ পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান