1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর সাইপ্রাসে তুরস্কপন্থী নেতার জয়

১৯ অক্টোবর ২০২০

উত্তর সাইপ্রাসে ভোটে জিতলেন তুরস্কপন্থী নেতা এরসিন টাটার। দুই সাইপ্রাসের ঐক্যপন্থী প্রেসিডেন্ট মুস্তাফা অ্যাকিনসিকে হারিয়ে দিয়েছেন তিনি।

https://p.dw.com/p/3k7CD
ছবি: Nedim Enginsoy/AP/picture-alliance

উত্তর সাইপ্রাসে প্রেসিডেন্ট ভোটে জিতলেন এরসিন টাটার। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী। তিনি পেয়েছেন ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট। আর দুই সাইপ্রাসের ঐক্যের পক্ষে থাকা মুস্তাফা অ্যাকিনসি পেয়েছেন৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট।

দক্ষিণপন্থী নেতা টাটারকে তুরস্ক সমর্থন করছিল। টাটার উত্তর সাইপ্রাসের আলাদা অস্তিত্ব রক্ষার পক্ষপাতী। তুরস্কও সেটাই চায়। তিনি জেতার পরই তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এর্দোয়ান টুইট করে বলেছেন, ''প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য আমি এরসিন টাটারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাঁকে ও দেশের মানুষদের সব ধরনের সাহায্য করে যাবে।'' 

অ্যাকিনসি হার মেনে নিয়েছেন। তিনি রিপাবলিক অফ সাইপ্রাসের সঙ্গে উত্তর সাইপ্রাসের মিলনের পক্ষে ছিলেন। তিনি বলেছেন, ''এই বারের নির্বাচন ঠিক স্বাভাবিক ছিল না। তবে এই ফলে আমার ৪৫ বছরের রজনৈতিক জীবন শেষ হলো। আমি দেশের লোকের সৌভাগ্য কামনা করছি।''

উত্তর সাইপ্রাসে ভোটদাতার সংখ্যা হলো দুই লাখ। গত সপ্তাহে প্রথম রাউন্ডে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি।

অ্যাকিনসি ২০১৫ সালে ৬০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে তাঁর জয়ের সম্ভাবনা ছিল। বিশেষ করে তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী এর্থুমান তাঁকে সমর্থন করার পর। কিন্তু অ্যাকিনসি ছিলেন তুরস্কের রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী। তিনি আগে জানিয়েছিলেন, তাঁকে নিয়মিত হুমকি দেয়া হচ্ছে এবং প্রার্থীপদ প্রত্যাহার করতে বলা হচ্ছে।

পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে এখন গ্রিসের সংঘাত চলছে। এই অবস্থায় উত্তর সাইপ্রাস ও রিপাবলিক অফ সাইপ্রাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে দিক থেকে দেখতে গেলে এই ফলাফল এর্দোয়ানের পক্ষে স্বস্তির কারণ হবে।

জিএইচ/এসজি(এএফপি, ডিপিএ)