1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালিতে যুদ্ধ

২৩ ফেব্রুয়ারি ২০১৩

তবে এবার তুয়ারেগ উপজাতির এমএনএলএ গোষ্ঠী ও অপর একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলেছে, উত্তরের তেসো শহরের কাছে৷ অপরদিকে কিদাল শহরের কাছে ইফোঘাস পাহাড়ি এলাকায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে চাড’এর ১৩ জন সৈন্য নিহত হয়েছে৷

https://p.dw.com/p/17kg5
ছবি: JOEL SAGET/AFP/Getty Images

মালিতে আফ্রিকান সৈন্যদের মধ্যে চাডের সৈন্যই সবচেয়ে বেশি, প্রায় দু'হাজার৷ আলজিরিয়ার সীমান্তের কাছে ইফোঘাস পর্বতাঞ্চলের ঐ যুদ্ধে চাডের ১৩ জন সৈন্য, অপরদিকে ৬৫ জন ইসলামপন্থি বিদ্রোহীর নিহত হবার খবর দেওয়া হয় চাড'এর সামরিক কর্তৃপক্ষের তরফ থেকে৷

এ'মাসের সূচনায় চাড উত্তরের কিদাল শহরে ১,৮০০ সৈন্য নিয়োগ করে৷ কিদাল ছিল বিদ্রোহীদের হাতে শেষ বড় শহর৷ তার ফলে চাড'এর সৈন্যরা ইসলামপন্থিদের লক্ষ্য হয়ে দাঁড়ায়৷ কিদালের উত্তরেই ইফোঘাস পর্বতাঞ্চল, যেখানে বিদ্রাহীরা আশ্রয় নিয়েছে৷ তেসো শহরটিও সেখানে৷

বৃহস্পতিবার কিদালে ফরাসি ও চাড সৈন্যদের একটি সামরিক শিবিরের কাছে একটি গাড়িবোমা ফাটে, যদিও তা'তে শুধুমাত্র দুজন বেসামরিক নাগরিক আহত হয়৷ ওদিকে শুক্রবার তেসো'র কাছে দুটি গাড়িবোমা ফাটে, যাদের লক্ষ্য ছিল দৃশ্যত স্থানীয় জনগণ ও তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী এমএনএলএর সদস্যরা৷ আক্রমণে তিনজন নিহত ও আরো কিছু আহত হয়৷

তুয়ারেগ এমএনএলএ শুক্রবারের বোমা আক্রমণের জন্য আল-কায়েদার সঙ্গে যুক্ত মুজাও গোষ্ঠীকে দায়ী করেছে৷ এই মুজাও বা পশ্চিম আফ্রিকায় একতা ও জিহাদ আন্দোলন গোষ্ঠী মালির প্রধান ইসলামপন্থি গোষ্ঠীগুলির মধ্যে একটি এবং তারা আল-কায়েদার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হয়ে থাকে৷ বৃহস্পতিবার কিদালের আক্রমণের জন্য মুজাও নিজেদের দায়ি বলে স্বীকার করেছে এবং আরো এ'ধরনের আক্রমণের হুমকি দিয়েছে৷ অপরদিকে তারা উত্তরের গাও শহরেও যোদ্ধা পাঠিয়েছে এবং শহরটি পুনর্দখল করার চেষ্টা করবে বলে জানিয়েছে৷

তবে মালি সংক্রান্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ খবর বোধহয় এই যে, মার্কিন যুক্তরাষ্ট্র মালির প্রতিবেশী দেশ নাইজার থেকে একাধিক প্রেডেটর ড্রোন উড়িয়ে মালিতে বিদ্রোহীদের গতিবিধির উপর নজর রাখছে এবং ফরাসি সৈন্যদের খবরাখবর দিচ্ছে৷ নাইজারে প্রায় ১০০ মার্কিন সেনার অবস্থানের খবর দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং৷ আফ্রিকার এই অস্থিতিশীল অঞ্চলে আল-কায়েদার প্রসার রুখতে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর৷ অপরদিকে ড্রোন পাঠানো এক হিসেবে সৈন্য পাঠানোর বিকল্পও বটে৷

এসি / জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য