1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনড় অবস্থানে থাকবে উত্তর কোরিয়া

৩০ ডিসেম্বর ২০১১

উত্তর কোরিয়ার অবস্থানে কোন নড়চড় হবে না, এমনকি নতুন নেতৃত্ব আসার পরেও৷ শুক্রবার দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিশনের পক্ষ থেকে সাফসাফ সেই কথাই বলা হলো৷ এমনকি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করা হলো দক্ষিণ কোরিয়ার প্রতি৷

https://p.dw.com/p/13bxN
নতুন নেতা কিম জং উনছবি: AP

কী বার্তা দিলো পিয়ংইয়ং?

দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি পড়ে শোনানো হয়েছে সরকারি টেলিভিশনে৷ সেখানে গত কয়েকদিন ধরে চলতে থাকা নানা জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বলা হয়েছে, নতুন নেতা হিসেবে কিম জং উন দায়িত্ব নেওয়ার পরও উত্তর কোরিয়ার নীতির কোন পরিবর্তন হবে না৷ একই সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দকেও এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে৷ আক্রমণাত্মক বার্তাটিতে বলা হয়,‘‘ বিশ্বের নির্বোধ রাজনীতিবিদ এবং দক্ষিণের অনুগতদের আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে আমাদের পক্ষ থেকে কোন ধরণের পরিবর্তন তাদের আশা করা উচিত নয়৷ আমরা কখনোই বিশ্বাসঘাতক লি মিউং বাকের দলে সঙ্গে কোন ধরণের দেন দরবার করবো না৷'' লি মিউং বাক, যিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়েছে উত্তর কোরিয়া৷

Nordkorea Trauerfeier Beisetzung Kim Jong Il
কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়াতে বিশাল সেনা সমাবেশছবি: picture-alliance/dpa

সংস্কার দূরাশা

কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়াতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল যাওয়ার পর অনেকের মনেই আশার সৃষ্টি হয়েছিলো এবার হয়তো দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কিছুটা সহজ হবে৷ তবে সেরকম কোন সম্ভাবনা অন্তত শুক্রবারের বার্তায় দেখা যায় নি৷ বরং তাতে পাল্টা আক্রমণ করা হয়েছে সোলকে৷ এতে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে অনেক মানুষ কিম জং ইলের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে উত্তর কোরিয়াতে আসতে চাইলেও তাতে বাধা দিয়েছে প্রেসিডেন্ট লি মিউং বাকের প্রশাসন৷ এর মাধ্যমে সোলের অপকর্ম চূড়ান্ত পর্যায় পৌঁছেছে বলে পিয়ংইয়ং অভিযোগ করেছে৷ উল্লেখ্য, কিম জং ইলের মৃত্যুর পর দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডিসহ দুইজনের একটি প্রতিনিধি দল তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পিয়ংইয়ং যায়৷ উত্তর কোরিয়া জানায়, তারা কূটনীতিকদের অনুমতি না দিলেও সাধারণ মানুষের জন্য তা উন্মুক্ত ছিলো৷

লি মিউং বাকের প্রতি অনাস্থা

কারণ, রক্ষণশীল দলের পক্ষে দেশটির নেতৃত্বে থাকা প্রেসিডেন্ট বাক উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক রীতি-নীতির ব্যাপারে অত্যন্ত নেতিবাচক মনোভাব পোষণ করেন৷ বিগত ২০০৮ সালে উত্তর কোরিয়ার জন্য এক ত্রাণ কর্মসূচিও বন্ধ করে দেন তিনি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য