1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্র ডানপন্থি ছেলেকে নিচ্ছে না জার্মান স্কুল

১৮ ডিসেম্বর ২০১৮

জার্মানির রাজধানী বার্লিনের একটি বেসরকারি স্কুল এক উগ্র ডানপন্থি রাজনৈতিক দলের সদস্যের ছেলেকে শিক্ষার্থী হিসেবে নিতে অস্বীকৃতি জানিয়েছে৷ বিষয়টির তদন্ত করছে রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/3AIsV
Schüler im Unterricht Symbolbild AFD Meldeplattform
ছবি: picture-alliance/dpa/B. Wüstneck

বার্লিনের একটি স্কুল এক শিক্ষার্থীর ভর্তির আবেদন অগ্রাহ্য করেছে, কারণ সে জার্মানির উগ্র ডানপন্থি রাজনৈতিক দল এএফডি'র এক সদস্যের সন্তান৷ রবিবার এই সিদ্ধান্তের কথা জানায় স্কুল কর্তৃপক্ষ৷ তবে সিদ্ধান্ত গ্রহণের আগে সেই শিক্ষার্থীর বাবা-মা এবং স্কুলের বিশ জনের মতো শিক্ষকের সঙ্গে লম্বা সময় বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ৷ বৈঠকে শিক্ষার্থীর বাবা-মাকে তাঁদের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে নানা প্রশ্ন করা হয়৷

ভালডর্ফ স্কুল কর্তৃপক্ষ, যেটি স্টাইনার স্কুল হিসেবেও পরিচিত, মনে করছে এই শিক্ষার্থীকে ভর্তি করা হলে এই বিষয়ে চলমান বিশৃঙ্খলা ভবিষ্যতেও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে৷ স্কুলটি সাধারণত শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে অভিভাবকদের ভালোভাবে সম্পৃক্ত রাখতে চায়৷

ভালডর্ফ স্কুল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে বলেন, ‘‘আমরা সব পক্ষের সম্মতির ভিত্তিতে বিষয়টির সমাধান করতে চয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি৷''  

এদিকে, এই বিষয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে বার্লিন রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়৷ ইতোমধ্যে স্কুল কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী সান্ড্রা সিরের্স৷ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই তথ্য৷

প্রসঙ্গত, জার্মানিতে বেসরকারিস্কুলগুলোও সরকারি স্কুলের নীতিমালা অনুযায়ীপরিচালিত হয়৷ তবে বৈষম্যমূলক কোনো কারণ ছাড়া যে-কোন শিক্ষার্থীকে ভর্তি না করানোর অধিকার রয়েছে স্কুলগুলোর৷

ভালডর্ফ স্কুলগুলোর শিক্ষানীতি বিষয়ক মুখপাত্র ডেল্টেফ হারডর্প অবশ্য আলোচিত শিক্ষার্থীকে স্কুলে ভর্তি না নেয়ার সমালোচনা করেছেন৷ ‘বার্লিনাল সাইটুং' পত্রিকাকে তিনি বলেছেন, ‘‘সকল রাজনৈতিক মতাদর্শের মানুষদেরই সন্তানদের ভালডর্ফ স্কুলগুলোতে পাঠানোর সুযোগ থাকা উচিত৷''

তবে তিনি এটাও স্বীকার করেছেন যে, স্কুলটিতে ৩০টি আসনের বিপরীতে ১৪০টি আবেদন জমা পড়েছে৷ ফলে অধিকাংশ শিক্ষার্থী এমনিতেই সেখানে ভর্তির সুযোগ পাবে না৷

অ্যালেস্টার ওয়েলস / এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান