1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বলডন ২০০৮ জিতলেন রাফায়েল নাদাল

ফাহমিদা সুলতানা৭ জুলাই ২০০৮

উইম্বলডন ২০০৮-এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল৷ রাফায়েল, ব়্যাঙ্কিংয়ের বিশ্বসেরা রজার ফেদারকে ৬-৪, ৬-৪, ৬-৭, ৬-৭, ৯-৭ গেমে হারিয়ে জিতে নিয়েছেন উইম্বলডন ২০০৮-এর পুরুষ এককের শিরোপা৷

https://p.dw.com/p/EXoV
রাফায়েল নাদাল (ফাইল ফটো)ছবি: AP

রাফায়েল নাদালের জন্যে রোববারটি ছিল টেনিসে ইতিহাস ভাঙ্গা গড়ার দিন৷ ৬৬তম ম্যাচ জিতে সর্বকালের সেরা হয়ে আরেকটি রেকর্ডের অংশিদার হবার জন্যে রোববারে ফাইনালে নাদালের মুখোমুখি হয়েছিলেন সুইজ্যারল্যান্ডের ফেদারার৷ যদি জিততে পারতেন তাহলে বিয়র্ন বোর্গকে পেছনে ফেলে উইম্বলডনে টানা ষষ্ঠ শিরোপা জেতা হত ফেদারের৷কিন্তু ভাগ্য দেবতা তা হতে দেননি৷

গত বছর এই নাদালকে হারিয়েই বোর্গের টানা পাঁচের রেকর্ড ছুঁয়েছিলেন৷ কাগজে কলমে ফেবারিট হলেও রোববারের খেলায় প্রথম দুসেটে কিন্তু দাঁড়াতেই পারেননি ফেদারার৷