1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বলডন মানে শুধু টেনিস নয়

২৩ জুন ২০১৩

খেলাধুলার জগতে খেলোয়াড় আর দর্শকদের মধ্যে একটা বিরাট ফারাক থাকে৷ পেশা আর নেশার মধ্যে যেমন ফারাক আর কি! ব্রিটিশ হলে আবার তার সঙ্গে যুক্ত হয় ঐতিহ্য, প্রথা এবং টিকিটের লাইন দেবার কায়দাকানুন৷ যেমন উইম্বলডনে৷

https://p.dw.com/p/18uSB
ARCHIV - Der 17-jährige Boris Becker hechtet während des Turniers in Wimbledon im Juli 1985 hinter einem Ball her. Er stand zwölf Wochen an der Spitze der Tennis- Weltrangliste - die Nummer eins in den Klatschspalten ist Becker (41) schon seit fast einem Vierteljahrhundert. Der dreimalige Wimbledonsieger hat auf dem Platz Heldentaten vollbracht und privat Kapriolen geschlagen, wie es kein anderer deutscher Sportler vermochte. Am Freitag (12.06.2009) hat Becker zum zweiten Mal geheirat: In St. Moritz gab er der Niederländerin Sharlely Kerssenberg das Jawort. Foto: Rüdiger Schrader dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/ dpa

ব্রিটিশ আইনেই বলে: কোনো কিছু বহুদিন ধরে করলে সেটা করার অধিকার জন্মে যায় – যেমন অন্য কারো মাঠ কি খেতের মধ্যে দিয়ে যাওয়া-আসা করার অধিকার৷ অন্যদিকে আবার দায়িত্বও জন্মে যেতে পারে: যা চিরকাল একভাবে করা হচ্ছে, তা অনন্তকাল ধরে ঠিক সেভাবেই করা চাই৷ ব্রিটিশ এটিকেটের একটা বৃহৎ অংশ এই ধরনের নানা ‘করা চাইই চাই', ‘করা চলে' কিংবা ‘করা চলে না' দিয়ে ভরা৷ তার সেরা দৃষ্টান্ত হলো উইম্বলডনে যাকে বলা হয় ‘দ্য কিউ' বা টিকিটের লাইন৷

অ্যাসকটের ঘোড়দৌড়ে পুরুষ বা মহিলাদের ঠিকমতো সাজপোশাক বা টুপি না পরার জন্য ফাইন দিতে হয়৷ সেটাও যেমন ট্র্যাডিশন, উইম্বলডনে বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্টে দিনের টিকেটের জন্য লাইনে দাঁড়ানো, কিংবা ক্রিম দিয়ে স্ট্রবেরি খাওয়া, কিংবা বৃষ্টির দরুণ ম্যাচ আবার শুরু হওয়ার জন্য অপেক্ষা করাটাও ট্র্যাডিশন৷ কে যেন বলছিলেন, উইম্বলডন এতটাই ট্র্যাডিশন ভিত্তিক যে, একবার বৃষ্টি না হলে ওরা হয়ত ওপর থেকে হোসপাইপ দিয়ে বৃষ্টির ব্যবস্থা করবে৷

Roger Federer of Switzerland, foreground, serves to Andy Murray of Britain during the men's singles final match at the All England Lawn Tennis Championships at Wimbledon, England, Sunday, July 8, 2012. (Foto:Anja Niedringhaus/AP/dapd)
উইম্বলডনছবি: AP

কিউ কাঁহা

কথা হচ্ছিল ‘দ্য কিউ' নিয়ে৷ আধুনিকতা আর ইন্টারনেট বুকিং-এর মুখে ছাই দিয়ে উইম্বলডনে এখনও লাইনে দাঁড়িয়ে দিনের খেলাগুলির জন্য প্রিমিয়াম টিকিট কিনতে পাওয়া যায়৷ সেই কিউ-তে ২৪ ঘণ্টা কাটানোটাও আশ্চর্য নয়৷ মনে রাখতে হবে, লাইন ভাঙা, অন্যের জন্য জায়গা রাখা কিংবা লাইনে নিজের জিনিসপত্র দিয়ে জায়গা রেখে অন্যত্র ঘুরে আসা, এবং বিশেষ করে তারস্বরে গান শোনা একেবারেই নিষিদ্ধ৷ অকুস্থলে কিছু সাইনবোর্ড, নয়ত বিভিন্ন ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্ট থেকে এ সব জানতে পারা যাবে৷

লাইনে যোগ দেওয়ার সময়েই হাতে একটি কার্ড পাবেন৷ তা-তে সময়-তারিখ লেখা থাকবে৷ পরে সেটা টিকিট কাউন্টারে পৌঁছে জমা দিতে হবে৷ উইম্বলডন টেনিস প্রতিযোগিতা চলে দু'সপ্তাহ ধরে৷ খেলার প্রতিদিন সব ক'টি কোর্ট মিলিয়ে দর্শকসংখ্যা হয় ৩৮ হাজারের কিছু বেশি৷ তার মধ্যে বেশ কয়েক হাজার টিকিট বিক্রি হয় ‘দ্য কিউ' থেকে৷ উইম্বলডনের ভেটারান দর্শকরা বলেন, তারা নাকি লাইনে দাঁড়ানোটা প্রায় খেলা দেখার মতোই উপভোগ করেন৷

ব্রিটিশদের এই কিউ-প্রিয়তা নাকি এসেছে বিশ্বযুদ্ধের আমলে রেশনের জন্য লাইনে দাঁড়ানোর অভ্যেস থেকে! তা-তে আশ্চর্যটা কি? এভাবেই তো ইতিহাস থেকে ঐতিহ্য সৃষ্টি হয়৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য