1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিলিক্সের গোপন দলিল প্রকাশ এবং বিশ্বের প্রতিক্রিয়া

২৯ নভেম্বর ২০১০

উইকিলিক্স জার্মানি সহ নানা দেশের নেতাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে দেয়ায় সমালোচনার ঝড় উঠেছে৷ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে জার্মান সরকার কিছুটা উদ্বিগ্ন৷

https://p.dw.com/p/QL1t
আড়াইলাখ গোপন দলিলের কথা প্রকাশ পেয়েছে দ্য গার্ডিয়ান, জার্মানির ডেয়ার স্পিগেল এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসেছবি: dpa

মার্কিন সরকার এই সব গোপন তথ্য ফাঁস করার কঠোর নিন্দা জানিয়েছে৷ শুধু গোপন দলিল নয়, ওয়াশিংটনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের গোপন আলোচনার হুবহু কথাবার্তাও প্রকাশ করে দিল উইকিলিক্স৷ এই ঘটনাকে বিপজ্জনক বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ৷ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস, ব্রিটেনের দ্য গার্ডিয়ান আর জার্মানির ডেয়ার স্পিগেল পত্রিকার হাতে এইসব গোপন দলিলের সূত্র তুলে দেওয়ায় বহু মানুষ জীবন হুমকির মুখে পড়েছে বলে বলা হয়েছে৷ হোয়াইট হাউস এই গোপন দলিল প্রকাশকে ‘দায়িত্বজ্ঞানহীন' বলে অভিহিত করে বলেছে, এটি কূটনীতিক এবং অন্যান্যদের ঝুঁকির মধ্যে ফেলেছে৷

Enhüllungsplattform WikiLeaks Cablegate NO FLASH
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টার ভেলে সম্পর্কে মূল্যায়ন খুব ইতিবাচক নয়ছবি: dpa

মার্কিন দূতাবাস থেকে পাঠানো গোপন কূটনৈতিক বার্তায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টার ভেলে সম্পর্কে যে-মূল্যায়ন স্থান পেয়েছে তা খুব ইতিবাচক নয়৷ তবে এর ফলে ওয়াশিংটনের সঙ্গে বার্লিনের সুসম্পর্ক ব্যাহত হবেনা বলেই জার্মান সরকার মনে করে৷ সরকারি মুখপাত্র স্টেফেন জাইব্যার্ট সোমবার বার্লিনে বলেছেন,‘‘ এই ঘটনাকে দুঃখজনক বলে জার্মান সরকার মনে করে৷ অবৈধ পথে এই সব তথ্য জনসমক্ষে উপস্থিত করা হয়েছে৷ তবে ওয়াশিংটনের সঙ্গে শক্তপোক্ত সম্পর্ক অ বশ্য এর ফলে কোনভাবেই ব্যাহত হবেনা৷''

ঐ গোপন দলিলে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার জন্যে সৌদি বাদশাহ আব্দুল্লাহর চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের ওপরে৷ একই সঙ্গে বলা হয়েছে, পাকিস্তানের অগ্রগতির পথে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিই প্রধান বাধা বলে সৌদি বাদশাহ মনে করেন৷ তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৌদি আরবের মাত্রাধিক উদ্বেগসহ এই ধরণের খবর প্রকাশ হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের এই উপসাগরীয় মিত্র অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়ে একেবারে চুপ করে আছে৷ জার্মানিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন কর্নব্লুম বলেছেন, এই ঘটনার ফলে অ্যামেরিকার কূটনীতি আস্থা হারাবে৷ তবে অচিরেই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি মনে করেন৷

আর্জেন্টিনার প্রেসিডেন্টের শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ প্রকাশ থেকে শুরু করে ইটালির তিন বারের রক্ষণশিল প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে শারীরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল বলে অভিহিত করা পর্যন্ত সবই রয়েছে ঐ গোপন দলিলে৷ এর পরপরই ইটালির প্রতিরক্ষামন্ত্রী সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাতকারে গোপন দলিল প্রকাশের এই ব্যাপারটিকে ‘‘বেশিরভাগই গল্প'' বলে উড়িয়ে দিয়েছেন৷

অন্যদিকে যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান কংগ্রেসম্যান উইকিলিক্সকে সন্ত্রাসী সংস্থা হিসেবে তালিকাবদ্ধ করার আহ্বান জানিয়েছেন৷ তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়িপ এর্দোয়ান উইকিলিক্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তবে ইরানের ব্যাপারে তারা যা চিন্তা করে উইকিলিক্সের প্রকাশিত দলিলে তাই প্রকাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক