‘ঈদ মোবারক’ | পাঠক ভাবনা | DW | 09.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ঈদ মোবারক’

আমাদের ঈদের আরো শুভেচ্ছা জানিয়েছেন নিমাইদিঘী, বগুড়া থেকে আবদুর রাজ্জাক, রাজ্জাক হোসেন৷ দিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী৷

epa03817557 Muslim devotees attend the Eid al-Fitr prayer at the National Mosque in Dhaka, Bangladesh, 09 August 2013. Millions of Muslims are celebrating their biggest religious festival Eid al-Fitr which marks the end of the holy month of Ramadan. EPA/ABIR ABDULLAH

Bangladesch Eid al-Fitr

আলতাফ নগর, বগুড়া থেকে শাহিনূর আলম৷ ঢাকার বাসাবো থেকে আলতাফ হোসেন৷ রাজবাড়ি থেকে ফাইমুল হাসান৷ নাগের পাড়া, বর্ধমান থেকে অজয় সরকার৷ দুবাই থেকে লুৎফর রহমানসহ অনেকে৷

-আপনাদের সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই৷ আর যারা ই-মেল এবং ফেসবুকের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ এই বিদেশের মাটিতে আপনাদের ‘শুভেচ্ছা বার্তা' আমাদের জন্য অনেক আনন্দ বয়ে এনেছে৷ দিনটি সবার সুন্দর কাটুক, আনন্দে কাটুক-আমাদের একান্ত কামনা৷

তানজানিয়ার স্বাস্থ্য পরিস্থিতির উপর পরপর দুদিন দুটি লেখা ‘বিজ্ঞান পরিবেশ' বিভাগে পড়ে ভালো লাগল৷ সুদূর আফ্রিকার এই দেশটির স্বাস্থ্যব্যবস্থার হাল হকিকত সম্বন্ধে কিছুটা জানতে পারলাম৷ আজকের তানজানিয়ায় কার্যকর কীটনাশক মেশানো মশারি প্রতিবেদনটি বেশ ভালো লাগল৷ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর – এই আপ্তবাক্যটিকে স্মরণে রেখে মশারি ব্যবহারই ম্যালেরিয়ার বিরুদ্ধে বড় হাতিয়ার হতে পারে৷ তানজানিয়ায় যে কীটনাশক মেশানো মশারি তৈরি হচ্ছে, তাতে পাঁচ বছর কীটনাশকটি সক্রিয়ভাবে কাজ করে বলে জানলাম৷ এ রকম মশারি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া ও উত্তরবঙ্গের ম্যালেরিয়াপ্রবণ অঞ্চলগুলিতে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতে পারলে মানুষ উপকৃত হবে৷ আশা করি ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে ভাবনাচিন্তা করবেন৷ প্রণাম নেবেন৷ অন্বেজা মাজি প্রযত্নে – ধীরেন্দ্রনাথ মাজি, শিং ভাঙ্গা মোড়, গঙ্গাজলঘাটী, বাঁকুড়া থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন