1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদিদের স্বজনদের ক্ষতিপূরণ দেবে ডাচ রেল কোম্পানি

২৮ নভেম্বর ২০১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি আনে ফ্রাংকসহ লাখো ইহুদিকে নাৎসি ক্যাম্পে পাঠানোর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেছিল৷

https://p.dw.com/p/3939c
Niederländische Eisenbahn Archiv
ছবি: picture-alliance/arkivi

ঐ ইহুদিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে রেল কোম্পানিটি৷নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় রেল কোম্পানি নিদারলান্ডসে স্পুরভেগেন বা এনএস মঙ্গলবার জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব ইহুদি পরিবারের সদস্যরা তাঁদের ট্রেনের মাধ্যমে নাৎসি বন্দিশিবিরে পৌঁছেছিল, তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেয়া হবে৷

মঙ্গলবার রাতে একটি সরকারি টেলিভিশনের ‘নিউজ শো'-তে এসে একথা ঘোষণা করেন এনএস-এর প্রেসিডেন্ট রগের ফান বক্সটেল৷ এই প্রথম হলোকস্টের শিকার ইহুদিদের স্বজনদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিলো রেল কোম্পানিটি৷ এর আগে অবশ্য এই কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্তদের অনেক প্রকল্পে অর্থ দান করেছে৷ 

রগের ফান বক্সটেল বলেন, ‘‘আমরা একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি৷ এই কমিটি ঠিক করবে ক্ষতিগ্রস্ত কারা এবং তাঁদের কীভাবে অর্থ সহায়তা দেয়া হবে৷''

তবে এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কতজন মানুষকে কী পরিমাণ অর্থ সহায়তা দেবে কোম্পানিটি৷

১৯৪০ সালের মে মাসে নাৎসি সৈন্যরা নেদারল্যান্ডস দখল করে৷ সেসময় দেশটির রাষ্ট্রীয় ট্রেন কোম্পানির ট্রেনগুলোকে ইহুদিদের নাৎসি বন্দি শিবিরে চালান করার নির্দেশদেয়া হয়েছিল৷ ঐ সময় আনে ফ্রাঙ্কসহ অন্তত ১ লাখ ৭ হাজার ইহুদিকে এসব ট্রেনে করে আউশভিৎস এবং সোবিবর বন্দি শিবিরে স্থানান্তর করা হয়েছিল৷ এর জন্য নাৎসিরা ট্রেন কোম্পানিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিল৷

নেদারল্যান্ডসের জাতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেবল ইহুদিদের এক স্থান থেকে বন্দিশিবিরে চালান করার জন্য এনএস সেসময় অন্তত ২৫ লাখ ইউরো লাভ করেছিল৷ ২০০৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের এই ন্যক্কারজনক ভূমিকার জন্য অবশ্য আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছিল এনএস৷ সেই সময় নেদারল্যান্ডসে বাস করতেন ১ লাখ ৪০ হাজার ইহুদি৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রাণে রক্ষা পেয়েছিলেন মাত্র ৩০ হাজার৷

ক্রিস্টিনা বুরাক/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান