1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামবিরোধী ব্লগ বন্ধে কঠোর উদ্যোগ

আরাফাতুল ইসলাম (এএফপি)২২ ফেব্রুয়ারি ২০১৩

‘ধর্মীয় ভাবমূর্তিতে আঘাত হানছে’ এরকম ইন্টারনেট ওয়েবসাইট খুঁজে খুঁজে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের কর্তৃপক্ষ৷ এদিকে, ‘ইসলামবিরোধী’ ব্লগারদেরকে শাস্তির দাবিতে আন্দোলন করছে বিভিন্ন ইসলামি গোষ্ঠী৷

https://p.dw.com/p/17juG
Bangladesh Jammat-e-Islami activists throw bricks as they clash with police in Dhaka February 12, 2013. According to police, at least 50 cars have been vandalized and two police officers injured as Jamaat-e-Islami activists opened fire and clashed with law enforcers in different parts of the capital after police had banned their rally on Tuesday. Jamaat-e-Islami, the largest radical Islamist party in Bangladesh, called for the rally to protest against the Shahbagh demonstration. Thousands of protesters participating in the Shahbagh demonstration demanded capital punishment for Jamaat-e-Islami leaders awaiting a court verdict for war crimes committed during the 1971 Independence War, as well as for one the leaders who received a life sentence, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ফাইল ফটোছবি: Reuters

বাংলাদেশে গত কয়েকদিনে কমপক্ষে দুটি ওয়েবসাইট বন্ধ এবং দশটি ব্লগ পোস্ট মুছে দেওয়া হয়েছে৷ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ৷ মূলত বিদ্বেষ ছড়ানো, সমাজে অশান্তি সৃষ্টির তৎপরতা আর মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এসব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে৷

গিয়াসউদ্দিন এই বিষয়ে বলেন, ‘আমরা দেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি৷'

কর্তৃপক্ষ নিজেরা উদ্যোগ গ্রহণের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি ব্লগ সাইটের উদ্যোক্তাদেরকে ধর্মবিরোধী নিবন্ধ রোধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে৷ বিটিআরসি'র অপর এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন এই তথ্য৷ তিনি বলেন, কমিউনিটি ব্লগগুলোকে তাদের ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ ‘মডারেট' করতে বলা হয়েছে৷

এখানে উল্লেখ করা যেতে পারে, গত সপ্তাহে ঢাকায় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ এরপর ব্লগসহ সামাজিক যোগাযোগ সাইটে রাজীবের কথিত ‘ইসলামবিরোধী' বিভিন্ন নিবন্ধ ছড়িয়ে পড়ে৷ ফলে রক্ষণশীল বাংলাদেশি সমাজে নানাবিধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷

শাহবাগে গত কয়েক সপ্তাহ ধরে চলা তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রাজীব৷ তাঁর সহব্লগাররা এখন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ ব্লগারদের মূল দাবি হচ্ছে, ‘‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, তাদের আর্থিক প্রতিষ্ঠান বয়কট করা৷''

পুলিশ এখনো রাজীব হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি৷ তবে নিহত রাজীবের ভাই অভিযোগ করেছেন, অনলাইনভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় জামায়াতের ছাত্র সংগঠন তাঁর ভাইকে হত্যা করেছে৷

রাজীব হত্যাকাণ্ডের পর, বাংলাদেশের সামাজিক মিডিয়ায় ‘ইসলামবিরোধী’ বিভিন্ন নিবন্ধ ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে৷ এসবের মধ্যে রাজীবের লেখা রয়েছে বলেও দাবি করছে কিছু মহল৷ ব্লগার ইমরান এইচ সরকার এই বিষয়ে এএফপিকে বলেন, ‘‘যুদ্ধাপরাধীদের অর্থপুষ্ট কিছু সংবাদপত্র আমাদের ইসলাম বিরোধী হিসেবে দেখাতে চাইছে৷''

গত বুধবার পাঁচ সহস্রাধিক ইসলামপন্থী ঢাকা শহরে ইসলামকে বিদ্রুপকারী ব্লগারদের মৃত্যুদণ্ডসহ শাস্তি দাবি করে মিছিল করেছে৷ শুক্রবার জুম্মার পর এই নিয়ে সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে৷

বাংলাদেশ সরকার সামাজিক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছে৷ পাশাপাশি পত্রিকা ও কমিউনিটি ব্লগকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে অবমাননাকর কোন ধরনের নিবন্ধ প্রকাশ থেকে বিরত থাকতে বলেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য