1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাচ এমপির ইসলাম গ্রহণ

৫ ফেব্রুয়ারি ২০১৯

সাবেক এক উগ্র ডানপন্থি ডাচ এমপি ইয়োরাম ফন ক্লাভেরেন ইসলাম গ্রহণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন৷ ইসলামবিরোধী পার্টি ফর ফ্রিডমের প্রতিষ্ঠাতা ও প্রধান গির্ট ভিল্ডার্সের ডান হাত বলে পরিচিত ছিলেন ফন ক্লাভেরেন৷

https://p.dw.com/p/3CleR
Niederländischer Politiker Joram van Klaveren PVV
ছবি: AFP/Getty Images/ANP/B. Czerwinski

ডাচ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বছরের পর বছর ধরে ইসলামের বিরুদ্ধে লড়াই করে আসছেন ফন ক্লাভেরেন৷ ফলে হঠাৎ করেই ফন ক্লাভেরেনের এমন ঘোষণা নেদারল্যান্ডসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে৷

এক সময় তিনি নেদারল্যান্ডসে মিনার ও বোরকা নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন বলেও জানায় ডাচ ট্যাবলয়েড আলগেমিন ডাগবাল্ড৷

কিন্তু দেশটির এনআরসি পত্রিকাকে ৪০ বছর বয়সি ফন ক্লাভেরেন জানিয়েছেন, ইসলামবিরোধী একটি বই লেখার মাঝপথে তিনি তাঁর মত পরিবর্তন করেন৷ তাঁর এ বই লিখতে গিয়ে ইসলাম নয়, বরং ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের নানা অভিযোগ খণ্ডন করা হয়ে গেছে৷

এআরসিকে তিনি বলেন, ‘‘আমি এখন পর্যন্ত বইটিতে যা লিখেছি, তা যদি সত্যি হয়, তবে আমি এমনিতেই একজন মুসলিম৷''

ফন ক্লাভেরেন গত বছরের ২৬ অক্টোবর ইসলাম গ্রহণ করেন৷ কিছু দিনের মধ্যেই ‘অ্যাপোস্টেট: ফ্রম ক্রিশ্চিয়ানিটি টু ইসলাম ইন দ্য টাইম অব সেকুলার টেরর' প্রকাশ হবে৷

অর্থোডক্স প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান পরিবারে বেড়ে ওঠা ফন ক্লাভেরেন বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে সত্যের সন্ধানে ছিলেন৷ ডাচ গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘এটা আমার কাছে অনেকটা বাড়ি ফেরার মতো অনুভূতি হচ্ছে৷''

সংবাদপত্র আলগেমিন ডাগবাল্ড বলছে, ‘ফন ক্লাভেরেনের এ পরিবর্তনে তাঁর বন্ধু ও শত্রু, সবাই অবাক হয়েছেন৷' ২০১৪ সালে মরোক্কান বংশোদ্ভূত নাগরিকদের নিয়ে ভিল্ডার্সের এক মন্তব্যের জের ধরে ফন ক্লাভেরেনের সঙ্গে দূরত্ব তৈরি হয়৷ 

বৈষম্যের অভিযোগে ২০১৬ সালে এক আদালত ভিল্ডার্সকে দোষী সাব্যস্ত করে৷ বর্তমানে তা আপিল বিভাগে রয়েছে৷

এরপর নিজেই ‘ফর নেদারল্যান্ডস' নামে একটি উগ্র ডানপন্থি দল খুলে বসেন ফন ক্লাভেরেন৷ তবে দলটি ২০১৭ সালের নির্বাচনে পার্লামেন্টে একটিও আসন জিততে ব্যর্থ হয়৷

ফর নেদারল্যান্ডস দলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা ইয়ান রুস বলছেন, ‘‘যদি এটি তাঁর বইয়ের প্রচারের জন্য কোনো স্টান্ট না হয়ে থাকে, তাহলে ইসলাম নিয়ে এতো কথা বলা ব্যক্তির পক্ষে এমন সিদ্ধান্ত আসলে খুবই আশ্চর্যের৷''

তবে রুস বলেন, ‘‘নেদারল্যান্ডসে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, ফলে তিনি যাকে ইচ্ছা উপাসনা করতে পারেন৷''

নেদারল্যান্ডসে মরোক্কান মসজিদ বোর্ডের সদস্য সাইদ বোহারু ফন ক্লাভেরেনের প্রশংসা করে বলেছেন, ‘‘ইসলাম নিয়ে তীব্র সমালোচনা করা কেউ যখন বুঝতে পারে, ইসলাম বাজে নয়, বিকৃত নয়, তখন সেটা বেশ আনন্দের৷'' প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা স্বীকার করায় তাঁকে ধন্যবাদও দেন বোহারু৷

ডাচ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স ব্যুরোর হিসাবমতে, দেশটির জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম৷ অর্থাৎ, ১ কোটি ৭০ লাখ নাগরিকের সাড়ে আট লাখ মুসলিম ধর্মাবলম্বী৷

নানামুখী বাধার পরও দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে৷ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান হারে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ মুসলিম জনগোষ্ঠী দ্বিগুণ হয়ে যাবে৷

 দীর্ঘ তর্ক-বিতর্কের পর অবশেষ গত বছর বিভিন্ন পাবলিক স্থানে বোরকা নিষিদ্ধ ঘোষণা করে দেশটির সরকার৷

এডিকে/জেডএ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান