ইসলামকে জার্মানদের হুমকি মনে করা নিয়ে পাঠক ভাবনা | পাঠক ভাবনা | DW | 15.07.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইসলামকে জার্মানদের হুমকি মনে করা নিয়ে পাঠক ভাবনা

জার্মানদের অনেকেই ইসলামকে হুমকি বলে ভাবেন আর জার্মানদের সে ভাবনা নিয়ে পাঠকদের অনেকে যা ভাবেন সে কথাই তুলে ধরেছেন তারা ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

‘‘একটা জিনিস খেয়াল করুন, পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর প্রতিনিয়ত হত্যা ও নিপীড়ন এর শিকার হচ্ছে৷ শুধু ভারত না বেশিরভাগ দেশেই এরকম ঘটনা ঘটছে, এর কারণ মানুষ হয়তো একদিন সহ্য না করতে পেরে ঘুরে দাঁড়াবে যার কারণে মানুষের ভেতরে ভয় কাজ করে৷ কিন্তু সবসময় মনে রাখতে হবে ইসলাম শান্তির ধর্ম শান্তিপূর্ণভাবে বসবাস করতে ভালবাসে, কিন্তু অস্থিতিশীল তৈরি করার মূলে হচ্ছে ইহুদী-নাসারাদের কাজ''–এই মন্তব্যটি করেছেন পাঠক রহমতউল্লাহ রাজু৷ তাছাড়া এ সম্পর্কে লেখা প্রতিবেদন প্রকাশ ও পাঠকদের ব্যক্তিগত মতামত জানতে  চাওয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন তিনি৷

পাঠক সাদিকুর হাসান মনে করেন ইসলাম ভীতি ছড়িয়ে পড়ার কারণ হলো অ্যামেরিকা মধ্যপ্রাচ্যে বোমা ফেলে লাখ লাখ মুসলিম হত্যা করায় নাকি ইসলামকে সম্পর্কে জার্মানদের এমন ভাবনা৷

ইসলাম মানে শান্তি ইসলাম মানে ভালোবাসা ইসলাম মানে অন্যজনকে সম্মান করে৷ জার্মানদের অনেকে ইসলামকে হুমকি মনে করেন বলে পাঠক সুমন খানের  মন্তব্য৷ 

‘‘সারা বিশ্বে পশ্চিমা রাজনীতিকরা, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য সৃষ্টির জন্যে যে সমস্ত জনপদগুলোকে ক্ষত বিক্ষত করে ফেলেছে তার অধিকাংশই মুসলিম প্রধান জনপদ৷ এতে বিক্ষুদ্ধ হয়ে কিছু মুসলিম প্রতিবাদের অস্ত্র হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে৷ আর এটাকে অবলম্বন করে পশ্চিমের উচভিলাষী, আগ্রাসী রাজনীতিবিদদের সাথে যুক্ত হয়ে পশ্চিমা মিডিয়াগুলো সমস্বরে পুরো মুসলিম সম্প্রদায় এবং এই ধর্ম্মের বিরুদ্ধে নিরলসভাবে নেতিবাচক প্রোপাগান্ডা চালিয়ে গেছে..... ফলস্বরূপ বর্তমান পরিস্থিতি ' - এমনটাই ভাবেন  ডয়চে ভেলের পাঠক স্বপন রহমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন