1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে যৌথ প্রার্থনার পরিকল্পনা স্থগিত

২৬ জুন ২০১৭

দেড় বছর আগে ইসরায়েলি মন্ত্রীসভা জেরুসালেমের ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিমের দেয়ালে নারী-পুরুষের একসঙ্গে প্রার্থনার পরিকল্পনা অনুমোদন করে৷ দৃশ্যত উগ্র সনাতনপন্থিদের চাপে সে পরিকল্পনা মুলতুবি রাখা হচ্ছে৷

https://p.dw.com/p/2fNaA
ছবি: Reuters/R. Zvulun

ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে প্রার্থনার পবিত্রতম স্থান৷ সেখানে নারী-পুরুষদের একত্রে প্রার্থনা করার একটি বিশেষ অংশ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলি সরকার৷ দৃশ্যত সেই নীতির পরিবর্তন ঘটতে চলেছে৷

ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার জন্য নারী ও পুরুষদের আলাদা আলাদা জায়গা আছে৷ সেই সঙ্গে নারী-পুরুষদের একত্রে প্রার্থনার একটি স্থান নির্দিষ্ট করার দাবিতে যাঁরা বহু বছর ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন, তাঁরা এবার নিরাশ ও ক্ষুব্ধ৷

‘উওমেন অফ দ্য ওয়াল' সংগঠন বহু বছর ধরে পশ্চিম প্রাকার সংক্রান্ত মান্ধাতার আমলের নীতিমালা বদলানোর চেষ্টা করে আসছে৷ সংগঠনের সভাপতি আনাত হফমান বলেছেন, এটি ‘‘ইসরায়েলে মহিলাদের জন্য একটি ভয়ংকর দিন, (যেদিন ইসরায়েলের) প্রধানমন্ত্রী একদল ধর্মীয় চরমপন্থির মন রাখার জন্য (ইসরায়েলের মহিলাদের) অধিকার বিসর্জন দিলেন৷''

টানাপোড়েন

ইসরায়েলি মন্ত্রিসভা ওয়েস্টার্ন ওয়ালে নারী-পুরুষের যৌথ প্রার্থনার পরিকল্পনা অনুমোদন করে ২০১৬ সালের জানুয়ারি মাসে৷ ১৫-৫ ভোটে মন্ত্রিসভার উগ্র সনাতনপন্থি সদস্যদের ওজর-আপত্তি পরাস্ত হয়৷ গত রবিবারের সিদ্ধান্ত কিন্তু সরকার জোটের গোঁড়া অংশের সঙ্গে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কের আভাস দিচ্ছে৷

জোট সরকারের দুই উগ্র সনাতনপন্থি সদস্য, শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম দলের প্রতিনিধিরা বলেছেন যে, ওয়েস্টার্ন ওয়ালে নারী-পুরুষের যৌথ প্রার্থনার পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্তে ‘‘জাতির অধিকাংশ মানুষ, যাঁরা ওয়েস্টার্ন ওয়ালের পবিত্রতা ও মর্যাদা সুরক্ষিত রাখতে চান, তাঁদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে৷''

এই পদক্ষেপের ফলে জুডাইজমের রক্ষণশীল ও সংস্কার আন্দোলনগুলির সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের আরো অবনতির আশঙ্কা রয়েছে, যদিও নেতানিয়াহু তাতে পরোয়া করবেন কিনা, বলা শক্ত৷ অপরদিকে ইসরায়েল রিলিজিয়াস অ্যাকশান সেন্টার বা আইআরএসি-র মতো সংস্কারপন্থি দলগুলি ইতিমধ্যেই প্রতিরোধের ডাক দিয়েছে৷

পরিকল্পনা বাতিলের সমতুল

রবিবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ওয়াস্টার্ন ওয়াল সংক্রান্ত পরিকল্পনাটি শুধুমাত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই পদক্ষেপ যে বস্তুত পরিকল্পনাটি বাতিল করার সমতুল, সে বিষয়ে সব দলই সচেতন৷

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র ইগাল পালমর বর্তমানে ‘জিউয়িশ এজেন্সি ফর ইসরায়েল'-এর ‘ডাইরেক্টর অফ পাবলিক অ্যাফেয়ার্স'৷ এজেন্সিটি বহির্বিশ্বের ইহুদি গোষ্ঠীগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে থাকে৷ পালমর তাঁর টুইটে এজেন্সির চেয়ারম্যান নাতান শারানস্কি'র মনোভাব ব্যক্ত করেছেন৷ শারানস্কি সরকারের সর্বশেষ সিদ্ধান্তে তাঁর গভীর হতাশা ব্যক্ত করে বলেছেন, এর ফলে ‘‘ইহুদি বিশ্বের সঙ্গে সম্পর্ক আরো জটিল হবে''৷

নারী-পুরুষের মিশ্র প্রার্থনার স্থানটি প্রাকারের একটি ভিন্ন অংশে – প্রাকারের সামনের চত্বর থেকে দেখলে, বর্তমান সনাতনপন্থি-পরিচালিত প্রাঙ্গণের ডানদিকে স্থাপিত হবার কথা ছিল৷

বর্তমানে পশ্চিম প্রাকারের ব্যবস্থাপনার দায়িত্ব সরকারিভাবে একজন উগ্র সনাতনপন্থি রাবি বা ইহুদি যাজকের উপর ন্যস্ত৷ নতুন মিশ্র বিভাগটি কিন্তু একজন রক্ষণশীল বা সংস্কারপন্থি রাবির পরিচালনায় রাখার কথা ছিল৷

এসি/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য