1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ইসরায়েলকে বোমা দিতে বললো মার্কিন প্রতিনিধি পরিষদ

১৭ মে ২০২৪

রাফায় হামলা হলে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে সাড়ে তিন হাজার বোমা পাঠানো স্থগিত করেছেন৷ তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার একটি বিল পাস হয়েছে৷

https://p.dw.com/p/4fy2g
ক্যাপিটল বিল্ডিয়ের সামনে৷
আইনে পরিণত হতে বিলটি এখন সেনেটে যাওয়ার কথাছবি: Anna Moneymaker/Getty Images

আইনে পরিণত হতে বিলটি এখন সেনেটে যাওয়ার কথা৷ কিন্তু সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুব কম৷ এছাড়া বাইডেন নিজেও বলেছেন, তিনি এই বিলে ভেটো দেবেন৷

মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যা বেশি৷ তবে বিল পাসের ভোটাভুটিতে ১৬ জন ডেমোক্রেটও রিপাবলিকানদের পক্ষ নিয়েছেন৷ ফলে বিলটি ২২৪-১৮৭ ভোটে পাস হয়৷ ১৩ জন ভোট দেননি৷

সাড়ে তিন হাজার বোমার মধ্যে ২,০০০ ও ৫০০ পাউন্ডের বোমা ছিল৷

রাফায় এখন প্রায় দশ লাখের মতো মানুষ বাস করছেন৷ গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালালে ১,১৭০ এর বেশি ইসরায়েলি নিহত হন৷ তাদের বেশিরভাগই সাধারণ নাগরিক৷ ঐ হামলার জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে৷ এতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক৷ এদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে৷ গাজায় হামলা শুরুর পর অনেক ফিলিস্তিনি মিশর সীমান্তের কাছে রাফায় আশ্রয় নিয়েছেন৷ ইসরায়েল এখন সেখানে হামলা করছে৷ এসব হামলায় মার্কিন বোমা ব্যবহৃত হলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে, এই আশঙ্কায় চলতি মাসে বাইডেন ইসরায়েলে সাড়ে তিন হাজার বোমা পাঠানোর বিষয়টি স্থগিতের ঘোষণা দেন৷

তবে রিপাবলিকানরা বলছেন, ইসরায়েলের সামরিক অভিযানে হস্তক্ষেপ করার কোনো অধিকার বাইডেনের নেই৷

এদিকে, গাজায় সাধারণ নাগরিকদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হোয়াইট হাউস ইসরায়েলের কাছে হতাশা প্রকাশ করেছে৷

মধ্যপ্রাচ্যে জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)