1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার নিন্দা

২০ জুলাই ২০১৮

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণায় নিন্দার ঝড় উঠেছে দেশটিতেই৷ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশও৷

https://p.dw.com/p/31ocm
Israel Jerusalem Knesset nach dem Gesetz zum "jüdischen Nationalstaat"
ছবি: picture-alliance/dpa/AP Photo/O. Fitoussi

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে, শুধু ইহুদিদের স্বীকৃতি দিয়ে ইসলায়েলের সংসদ যে আইন পাশ করেছে তা ইসরায়েল-ফিলিস্তিনের দুই জাতিরাষ্ট্রের সমাধানকে আরো জটিল করবে৷

কয়েক মাস ধরে চলে আসা বিতর্কের পর বৃহস্পতিবার সকালে ইসরায়েল ‘জাতিরাষ্ট্র' আইন পাশ করেছে৷ এরপর থেকে এই সিদ্ধান্ত কঠোর সমালোচনার মুখে পড়েছে দেশটির আরব সংখ্যালঘু ও আন্তর্জাতিক অঙ্গনে৷

‘‘আমরা শঙ্কিত৷ বিষয়টি নিয়ে আমাদের শঙ্কার কথা এর আগেও আমরা ইসরায়েল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি৷'' ইইউ'র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনির এক মুখপাত্র সংবাদ ব্রিফিংয়ে বলেন৷
‘‘একটা বিষয়ে আমাদের পরিষ্কার মত হলো যে, দ্বি-জাতিরাষ্ট্রই হলো সেখানকার সমস্যা সমাধানের একমাত্র পথ৷ এই সমাধানকে আরো জটিল করে তোলে বা প্রতিবন্ধকতা তৈরি করে এমন যে কোনো সিদ্ধান্ত থেকেই বিরত থাকতে হবে,'' বলেন তিনি৷

বৃহস্পতিবার পাশ হওয়া আইনটিতে বলা আছে, ‘‘ইসরায়েল হলো ইহুদিদের ঐতিহাসিক মাতৃভূমি এবং এখানে তাদেরই কেবল আত্মস্বীকৃতি বা আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে৷''

আইনে আরবি ভাষাকেও দেশটির রাষ্ট্রীয় ভাষার মর্যাদা থেকে নামিয়ে ‘বিশেষ' ভাষা করা হয়েছে৷ এর অর্থ ইসরায়েলি দপ্তরগুলোতে এ ভাষা চলবে, কিন্তু হিব্রুর মতো এটি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পাবে না৷

ইসরায়েলে ৯০ লাখ জনসংখ্যার মধ্যে আরবদের সংখ্যা প্রায় ১৮ লাখ৷ অর্থাৎ, প্রায় ২০ ভাগ৷

কিন্তু দ্বি-জাতিরাষ্ট্রে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে আলাদা রাষ্ট্রের যে সমাধানের কথা বলা হয়েছে, তার সম্ভাবনা ছিল, নতুন আইনের ফলে তা আরো ক্ষীণ হয়ে গেছে৷

এদিকে, এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক৷ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই সিদ্ধান্ত আইনের সার্বজনীনতার ওপর আঘাত এবং ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকদের অধিকার ক্ষুন্ন করেছে৷

প্রেসিডেন্ট এর্দোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন একে ‘বর্ণবাদী পদক্ষেপ' বলে অভিহিত করেছেন৷

আইনটি পাশ হবার পরপরই একে জাতিবিদ্বেষের চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের বিরোধীদলগুলো৷ আরব জয়েন্ট লিস্ট জোটের প্রধান আয়মান ওদেহ এই বিলটিকে ‘গণতন্ত্রের মৃত্যু' বলে উল্লেখ করেছেন৷

সংসদ সদস্য ইউসেফ জাবারিন বলেন, ‘‘এই আইন শুধু বৈষম্যকেই নয়, বর্ণবাদকেও উস্কে দেয়৷''

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব সায়েম এরেকাত একে ‘ভয়ঙ্কর ও বর্ণবাদী' আইন বলে চিহ্নিত করে বলেন, ‘‘এটি আরবদের প্রতি জাতিবৈষম্য ও ইসরায়েলে বৈষম্যমূলক সিস্টেমকে আইনগতভাবে বৈধতা দেয়৷''

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের সংসদে ৬২-৫৫ ভোটে এই আইনটি পাশ হয়৷ পাশ হবার পর দেশটির প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘এটিই আমাদের দেশ, ইহুদিদের দেশ৷ কিন্তু সম্প্রতি অনেকেই আমাদের অস্তিত্ব ও আমাদের অধিকারকে প্রশ্নের মুখে ফেলেছিলেন৷''

জেডএ/এসিবি (রয়াটর্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান