1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের ৩৩ ওয়েবসাইট সিজ করলো অ্যামেরিকা

২৩ জুন ২০২১

ইরানের একাধিক সংবাদমাধ্যম ব্লক করে দিল অ্যামেরিকা। তীব্র প্রতিবাদ ইরানের।

https://p.dw.com/p/3vOrD
ইরান
ছবি: presstv.ir

ইরানের সংবাদমাধ্যমের উপর বড়সড় আক্রমণ। অভিযোগ, দুই ডজনেরও বেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দিয়েছে অ্যামেরিকা। প্রাথমিক ভাবে খবরের সত্যতা স্বীকার না করলেও পরে মার্কিন প্রশাসন খবরটি স্বীকার করে নেয়। ইরানের দাবি, মঙ্গলবার হঠাৎই সংবাদমাধ্যমগুলির ওয়েবসাইট ব্লক হয়ে যায়। পেজে ভেসে ওঠে ওয়েবসাইটটি 'সিজ' অর্থাৎ, বাজেয়াপ্ত করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ বিবৃতি দিয়ে জানিয়েছে, সব মিলিয়ে ইরানের ৩৩টি ওয়েবসাইট বাজেয়াপ্ত করা হয়েছে। এর ফলে ওই ওয়েবসাইটের কোনো খবর পাঠক দেখতে পাবেন না। প্রতিটি ওয়েবসাইটই কোনো না কোনো ভাবে ইরান প্রশাসনের সঙ্গে যুক্ত এবং তারা ভুল খবর প্রচার করছিল বলে অভিযোগ। ওয়েবসাইট গুলির মধ্যে গুরুত্বপূর্ণ ইরানিয়ান ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন, কাতা-ইব-হিজবোল্লাহ পরিচালিত তিনটি ওয়েবসাইট। এই সবকটি ওয়েবসাইটের উপরেই অ্যামেরিকা নিষেধাজ্ঞা জারি করেছিল বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বস্তুত, এই সবকটি ওয়েবসাইটের সঙ্গেই চরমপন্থি ও জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে বলেও অভিযোগ করেছে অ্যামেরিকা।

ব্লক হওয়ার পরে প্রতিটি ওয়েবসাইটেই এফবিআই-য়ের লোগো দেখা যাচ্ছে। সেখানে বাজেয়াপ্ত হওয়ার কারণ লেখা নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে।

ইরানের প্রতিবাদ

ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং অ্যামেরিকার এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই সংস্থাই ইরানের সমস্ত টেলিভিশন, রেডিও, ওয়েবসাইটের উপর নজর রাখে। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এই ঘটনার মাধ্যমে ইরানের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে অ্যামেরিকা। যা মৌলিক অধিকার। তাদের বক্তব্য, ইসরায়েল এবং সৌদি আরবের সাহায্য নিয়ে অ্যামেরিকা একাধিক ওয়েবসাইট বন্ধ করেছে। ওই ওয়েবসাইটগুলি মার্কিন অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। গত এক বছর ধরে অ্যামেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। জো বাইডেন ক্ষমতায় আসার পরেও তার উন্নতি হয়নি। বরং ইরানের পরমাণু সংক্রান্ত কার্যকলাপ ভালো চোখে দেখেননি বাইডেন। ইরানের উপর তিনিও চাপ বাড়িয়েছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)