1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের শিয়া মসজিদে জোড়া বোমা হামলায় মৃত ২৭

১৬ জুলাই ২০১০

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের একটি শিয়া মসজিদে দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছেন৷ আহত অন্তত ২৭০ জন৷ সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে জামিয়া মসজিদে এই হামলা হয়৷

https://p.dw.com/p/ON1i
স্বজনের লাশ খুঁজছেন নিকট জনেরাছবি: AP

জামিয়া মসজিদে ইমাম হোসেনের জন্মদিন পালনের সময় এই হামলা চালানো হয়৷ মসজিদের গেটে মাত্র কয়েক মিনিটের মধ্যে বোমা ফাটে৷ বৃহস্পতিবারের এই বোমা হামলায় হতাহতদের মধ্যে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কয়েকজন সদস্যও রয়েছেন৷ ধারণা করা হচ্ছে, সুন্নি জঙ্গি নেতা আব্দোল মালেক রিগিকে ফাঁসি দেয়ার জবাবেই এই হামলা চালানো হয়েছে৷ দেশের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগে রিগিকে জুন মাসে ফাঁসি দেয়া হয়৷ রিগি ছিলেন জঙ্গি সুন্নি গোষ্ঠী জুনদাল্লাহ-র নেতা৷

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মারজিয়াহ ভাইদ দাস্তেরদি মেহর সংবাদ সংস্থাকে বলেছেন, এই হামলায় মৃত ২৭ জন, আহত হয়েছেন ২৭০ জন৷ তিনি আরও জানান, আহত ১১ জনের অবস্থা গুরুতর৷ তবে সাংসদ হোসেন আলী শাহরিয়ারি ইলনা সংবাদ সংস্থাকে বলেছেন, এই হামলায় ৩ শতাধিক আহত হয়েছেন৷ উপ স্বরাষ্ট্রমন্ত্রীও হতাহতদের মধ্যে কয়েকজন রেভ্যুলুশনারি গার্ড থাকার কথা নিশ্চিত করেছেন৷

সিস্তান-বালুচিস্তান প্রদেশের গভর্ণর জেনারেল আলী মোহাম্মদ আজাদ বলেছেন, ইরান এই হামলার তদন্ত করছে৷ তিনি বলেন, রিগির জঙ্গি গোষ্ঠী জুনদাল্লাহ(আল্লাহর সৈনিক) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক