1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে সরকার সমর্থকদের বিক্ষোভ

২৬ নভেম্বর ২০১৯

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের পর এবার রাজধানী তেহরানে ইরানের সরকার সমর্থকরাও সমাবেশ করেছে৷

https://p.dw.com/p/3TkCx
ছবি: Getty Images/AFP/A. Kenare

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে সাম্প্রতিক জনঅসন্তোষের পর রাজধানী তেহরানের এংহেলাব স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারপন্থিরা৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের অ্যাখ্যায়িত করেছে ‘প্রকৃত ইরানি' হিসেবে৷ 

সম্প্রতি জ্বালানি তেলের মূল্য ২০০ ভাগ পর্যন্ত বৃদ্ধির আকষ্মিক ঘোষণা দেয় সরকার৷ প্রতিবাদে ১৫ নভেম্বর রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ জনতা ৷ আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশেই৷ এক পর্যায়ে তা রূপ নেয় সহিংসতায়৷ ব্যাংক, পেট্রোল স্টেশনসহ বেশ কিছু ভবনে আগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে৷ মহাসড়কে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল৷

বিক্ষোভ নিয়ন্ত্রণে ইরানের সরকার দমন পীড়নের পথ বেছে নেয়৷ যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সপ্তাহে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে ১০০ জনের বেশি নিহত হয়েছে৷ সংস্থাটি বলেছে, মৃতের সংখ্যা এমনকি ২০০ জনেও ঠেকতে পারে৷ ইরানের সরকার এই সংখ্যাকে অতিরঞ্জিত অ্যাখ্যায়িত করে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে৷

এদিকে বিক্ষোভকারীদের উপর চালানো নির্যাতন ও হত্যার ঘটনায় তেহরানের উপর আন্তর্জাতিক চাপ বেড়েছে৷ নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স৷ ঠিক এমন এক প্রেক্ষাপটে সোমবার তেহরানে সরকার সমর্থকরা সমাবেশের আয়োজন করে৷ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে কারা আসলে ‘প্রকৃত ইরানি' এবং তাদের কী দাবি৷

এদিকে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে অংশ নেয়াদের ভাড়াটে সৈনিক হিসেবে উল্লেখ করে তাদেরকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি৷ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন দেই৷ কিন্তু দাঙ্গাবাজদের জন্য এটি প্রযোজ্য নয়...তারা (বিদেশ থেকে) নির্দেশ পেয়েছে এবং সশস্ত্র ছিল৷’’   

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সরকারের নির্যাতনের ভিডিও, ছবি ও তথ্য ওয়াশিংটনকে পাঠাতে ইরানের প্রতিবাদকারীদের প্রতি  টুইটারে আহবান জানান৷ যুক্তরাষ্ট্র সেগুলো প্রকাশ করবে বলে ঘোষণা দেন তিনি৷ একে হীনমন্য আচরণ উল্লেখ করে তাঁর কড়া সমালোচনা করেছেন মৌসাভি৷ সোমবার ইরানের রেভোল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামিও ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেন৷ সরকারপন্থিদের সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদকে ‘মিথ্যা অজুহাত' হিসেবে উল্লেখ করেন৷

এফএস/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)